রাত পোহালেই ফলাফল, চাপ কাটাতে ফড়নবিশকে পথ দেখালেন সেই নরেন্দ্র মোদী

  • রাত পোহালেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল
  • তার আগে চাপ কাটাতে কেদারনাথ মন্দিরে ছুটলেন দেবেন্দ্র ফড়নবিশ
  • লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেদারনাথে গিয়েছিলেন
  • বুথ ফেরত সমীক্ষার ফলাফলে মহারাষ্ট্রে জেতার বিষয়ে অনেকটাই এগিয়ে বিজেপি

 

amartya lahiri | Published : Oct 23, 2019 1:44 PM IST

রাত পোহালেই ফলাফল। ইভিএম-ই বলে দেবে গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর পরীক্ষায় কতটা সফল তিনি। মানুষের আস্থা কতটা অর্জন করতে পেরেছেন। বুথ ফেরত সমীক্ষার ফলাফল অবশ্য বলছে হাসতে হাসতেই ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চেয়ারে আসিন হবেন দেবেন্দ্র ফড়নবিশ, এমনকী শিবসেনাকে ছাড়া একাই এই রাজ্যে সরকার গড়ার মতো জায়গায় পৌঁছে যাবে বিজেপি। কিন্তু তাও ভোচটের ফল বের হওয়ার আগে রাজনৈতিক নেতারা চাপে থাকেন বৈকি। আর এই চাপ কাটাতে ফড়নবিশ বেথে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথই।

লোকসভার ভোটগ্রহণের পর ফল বের হওয়ার ঠিক আগে হিন্দুদের অন্যতম তীর্থস্থান কেদারনাথে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে। কেদারের এক নির্জন গুহায় ধ্যানমগ্ন অবস্থায় দেখা গিয়েছিল মোদীকে। এইবার সেই একই স্থানে দেখা গেল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে।

Latest Videos

মোদীর মতো ধ্যান করেননি ফড়নবিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এদিন সস্ত্রীক কেদারনাথের গিয়ে পুজো দেন। সেই ভ্রমনের বেশ কয়েকটি ছবি তুলে ফড়নবিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, কেদারনাথের দর্শন করে তিনি তাঁর কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন।  

গত ২১ অক্টোবর মহারাষ্ট্রের ২৮৮টি আসনে ও হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হয়। ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারই দুই রাজ্য়ের ফলাফল ঘোষণা করা হবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর দাবি করেছেন মহারাষ্ট্রে ২২২টি আসনে জয়ী হয়ে ইতিহাস গড়বে বিজেপি। তাঁর মতো অতটা না হলেও প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষা দুই রাজ্যেই বিজেপির বড় জয়ের আভাস দিয়েছে।

Share this article
click me!

Latest Videos

'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়