কলেজে র‍্যাগিং সহপাঠীদের, যৌন নির্যাতন অধ্যাপকের, হাসপাতালে মৃত্যু তরুণীর

Published : Jan 02, 2026, 08:27 PM IST
sexual harassment

সংক্ষিপ্ত

Dharamshala News: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিখ্যাত শৈলশহর ধর্মশালায় এক মারাত্মক ঘটনা ঘটে গেল। এক কলেজ পড়ুয়ার মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। কলেজে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
কলেজ পড়ুয়ার মৃত্যু
হিমাচল প্রদেশের ধর্মশালার এক কলেজে মারাত্মক নির্যাতনের শিকার হওয়ার পর পাঞ্জাবের লুধিয়ানার হাসপাতালে পড়ুয়ার মৃত্যু।

Dharamshala College Student Dies: কলেজে র‍্যাগিং (Ragging), শারীরিক হেনস্থা (Physical Assault), যৌন নির্যাতনের (Sexual Harassment) জেরে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ধর্মশালায় (Dharamshala) এক ১৯ বছর বয়সি কলেজ পড়ুয়ার মৃত্যু হল। পাঞ্জাবের (Punjab) লুধিয়ানায় (Ludhiana) এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন এই তরুণীর মৃত্যু হয়েছে। অভিযোগ, ১৮ সেপ্টেম্বর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের (Government Degree College) এই পড়ুয়াকে হেনস্থা, মারধর করেন এবং ভয় দেখান তিন সিনিয়র সহপাঠী হর্ষিতা, আকৃতি ও কমলিকা। এছাড়া অধ্যাপক অশোক কুমার এই পড়ুয়াকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। এর ফলে এই পড়ুয়া প্রচণ্ড ভয় পেয়ে যান এবং মানসিকভাবে চাপে পড়ে যান। মারধর ও হেনস্থার ফলে এই পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু হাসপাতাল থেকে তাঁকে বাড়ি ফেরানো সম্ভব হল না।

বিভিন্ন হাসপাতালে ঘুরে মৃত্যু

এই পড়ুয়াকে হিমাচল প্রদেশের একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে লুধিয়ানার দয়ানন্দ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে (Dayanand Medical College and Hospital) ভর্তি করা হয়। সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু ২৬ ডিসেম্বর সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এই পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতার বাবা ধর্মশালার কাছে সিধবাড়ি (Sidhbari) অঞ্চলের বাসিন্দা। তিনি বৃহস্পতিবার ধর্মশালা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁরা মেয়ের দীর্ঘ অসুস্থতা ও মৃত্যুতে স্তম্ভিত।

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ৭৫ ধারায় যৌন নির্যাতন, ১১৫(২) ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করা, ৩(৫) ধারায় অপরাধমূলক হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হিমাচল প্রদেশ শিক্ষাপ্রতিষ্ঠান (র‍্যাগিং প্রতিরোধ) আইন, ২০০৯-এর ৩ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তিন সহপাঠী এবং অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
কলেজে ৩ সহপাঠী এবং এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা।
ধর্মশালার কলেজে ১৯ বছর বয়সি এক পড়ুয়াকে মারধর ও যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের।
Read more Articles on
click me!

Recommended Stories

বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে অবিলম্বে যা যা করণীয়, জানুন এক ঝলকে
সিন্ধু জলচুক্তি স্থগিত ইস্যুতে তপ্ত ভারত-পাক সম্পর্ক, ইসলামাবাদকে 'বদ রাষ্ট্রের' তকমা জয়শঙ্করের