EPFO Account: চাকরি ছাড়ার পরও কি সুদ মিলবে পিএফ অ্যাকাউন্টে? প্রকাশ্যে এল নয়া তথ্য

Published : Jul 17, 2025, 03:26 PM IST

চাকরি ছাড়ার পরও PF অ্যাকাউন্টে ৩ বছর পর্যন্ত সুদ মেলে। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও অবদান না থাকলে ৩ বছর পর সুদ বন্ধ হয়। বেকার হলে ৭৫% থেকে ১০০% পর্যন্ত টাকা তোলা যায়।

PREV
18

EPFO সদস্যদের জন্য বড় খবর। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে অবশ্যই আপনার একটি পিএফ অ্যাকাউন্ট থাকবে। প্রতি মাসে এখানে জমা পড়ে নির্দিষ্ট টাকা।

28

এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় গেলেও একই অ্যাকাউন্টে জমা পড়ে টাকা। এখন প্রশ্ন হল চাকরি ছাড়ার পর কি সুদ মিলবে পিএফ অ্যাকাউন্টে?

38

নানান কারণে অনেকেই চাকরি হারিয়ে থাকেন। চাকরি না থাকলে পিএফ জমা পড়ে না। তাহলে কি সময়ই পিএফ অ্যাকাউন্ট থাকা টাকার ওপর সুদ আসা বন্ধ হয়ে যায়?

48

পিএফ-র ক্ষেত্রে আছে বিশেষ কিছু নিয়ম। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার দেওয়া তথ্য অনুসারে, যদি কোনও সদস্য পিএফ অ্যাকাউন্টে কোনও ধরনের অবদান না রাখেন, তাহলে ঠিক ৩ বছর পর এই অ্যাকাউন্টের সুদ বন্ধ হয়ে যায়।

58

প্রতি মাসে কর্মচারীর বেতনের ১২ শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা রাখা হয়। কোম্পানিরও এই একই অবদান থাকে। তেমনই এই অ্যাকাউন্টে ভালো সুদ দেয় সরকার।

68

নিয়ম বলছে, যদি ব্যক্তি বেকার হয়ে পড়েন তাহসে টাকা তুলতে পারেন। তিনি এক মাস বেকার থাকেন তাহলে ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারেন।

78

যদি তিনি ২ মাস বা তার বেশি বেকার থাকেন তাহলে পুরো টাকাই তুলে নিতে পারেন।

88

অর্থাৎ চিন্তার কোনও কারণ নেই। আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়া বন্ধ হলে তৎক্ষণাত সুদ বন্ধ হবে না। ঠিক ৩ বছর পর এই অ্যাকাউন্টের সুদ বন্ধ হয়ে যায়।

Read more Photos on
click me!

Recommended Stories