১৮ মাসের বিয়ে ভাঙার জন্য ১২ কোটি টাকা খোরপোষ! মহিলাকে কী পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

Published : Jul 23, 2025, 04:39 PM ISTUpdated : Jul 24, 2025, 03:20 PM IST

বিবাহ বিচ্ছেদ মামলা এখন হামেশাই হচ্ছে। কিন্তু কিছু মামলা নজর কাড়ে। তেমনই। বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক দম্পতি। কিন্তু সেই মামলাই নজর রেখেছেন। 

PREV
110

বিবাহ বিচ্ছেদ মামলা এখন হামেশাই হচ্ছে। কিন্তু কিছু মামলা নজর কাড়ে। তেমনই। বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক দম্পতি। কিন্তু সেই মামলাই নজর রেখেছেন।

210

মূলত খোরপোষের বহরের কারণেরই বিবাহ বিচ্ছেদটি নিয়ে হৈচৈ শুরু হয়েছে। কারণ মহিলা খোরপোষের জন্য ১২ কোটি টাকা খোরপোষ চেয়েছেন। দম্পতি মুম্বইয়ের বাসিন্দা। কিন্তু মহিলার খোরপোষের দাবি শুনে রীতিমত অবাক হয়েছেন বিচারপতি।

310

শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, আপনি কী চান? উত্তরে ওই মহিলা বলেম, ১২ কোটি টাকা, মুম্বইয়ে একটি ফ্ল্যাট এবং একটি বিএমডব্লিউ গাড়ি।

410

এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান বিচারপতি। তিনি মন্তব্য করেন, 'আপনি তো অত্যন্ত শিক্ষিত। আপনি নিজেই রোজগার করুন।'

510

আদালতের পেশ করা নথির ভিত্তিতে মামলাকারীর পরিচয় জেনে সুপ্রিম কোর্ট বলে, 'আপনি একজন আইটি পেশাদার। এমবিএ করেছেন। বেঙ্গালুরু, হায়দরাবাদে আপনার মতো শিক্ষিতদের খুব চাহিদা আছে। আপনি নিজে কাজ করেন না কেন?'

610

বিচারপতি প্রশ্ন তোলেন, 'আপনার এই বিবাহিত জীবন ছিল মাত্র ১৮ মাস। আর আপনি তার জন্য ১২ কোটি টাকা ও বিএমডব্লিউ চাইছেন? অর্থাৎ মাসে প্রায় এক কোটি টাকা!'

710

মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী ধনী। তিনিই বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। এমনকি ওই মহিলা স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলেও দাবি করেছেন সুপ্রিম কোর্টে।

810

মহিলার স্বামীর আইনজীবী আদালতে বলেন, 'ওঁরও তো কাজ করা উচিত। সবকিছু এভাবে তো দাবি করা যায় না।'

910

মহিলা নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন। তার আইনজীবী ছিল না। মহিলা জানিয়েছেন, তার স্বামী সিটি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। বর্তমানে দুটি ব্যবসা চালান। তিনি জানিয়েছেন তার স্বামী সন্তান চাননি। স্বামী চাকরি ছাড়তে বাধ্য করেছেন বলেও অভিযোগ।

1010

শুনানির শেষে সুপ্রিম কোর্ট বলেছে, 'আপনি ওই ফ্ল্যাট নিয়ে সন্তুষ্ট হন এবং একটি ভাল চাকরি খুঁজে নিন। নইলে ওই ৪ কোটি টাকা নিয়ে পুনে, হায়দরাবাদ, বেঙ্গালুরু- যে কোনও এক আইটি সেন্টারে গিয়ে একটা ভাল চাকরি নিন।'

Read more Photos on
click me!

Recommended Stories