
DRDO: যুদ্ধর সময়, শত্রুর ঘুম ছোটাতে অত্যাধুনিক ‘মাউন্টেড গান’ তৈরি করল ডিআরডিও-র বিশেষ উইং ভেহিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (VRDE)। যা খুব সহজেই বহন করা যায় এবং যে কোনও জায়গা থেকেই ব্যবহার করা সম্ভব (drdo news 2025)।
তাছাড়া এই অত্যাধুনিক কামানটি এক মিনিটের মধ্যেই ৬টি গোলা ছুড়তে সক্ষম। শুধু তাই নয়, একদফা গোলা ছোড়ার পর আবার রিস্টার্ট হতে এই চলমান কামানের সময় লাগে মাত্র ৮৫ সেকেন্ড (drdo latest news 2025।
ডিআরডিও তথা Defence Research and Development Organisation-এর তরফ থেকে জানানো হয়েছে, মরুভূমি থেকে সমতল কিংবা সিয়াচেনের দুর্গম পর্বত থেকে উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল, যে কোনও জায়গায় শত্রু পক্ষকে তছনছ করতে এই কামান একাই যথেষ্ট। এটির বিশেষ সুবিধা হল, গোলা ছোড়ার পর শত্রুপক্ষ যাতে তাদের অবস্থান জানতে না পারে, সেই জন্য দ্রুত সরিয়ে ফেলা যায় এই কামানটিকে।
বাস্তবেই সহজে পরিবহণযোগ্য ‘মাউন্টেন গান’ ট্রেন বা সি-১৭ পরিবহন বিমানের মাধ্যমে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এই কামানটিকে। কার্যত, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিশেষ অস্ত্রের ৮০% সরঞ্জাম হচ্ছে ১৫৫ মিমি এবং ৫২ ক্যালিবার কামানের। এটির পাল্লা প্রায় ৪৫ কিলোমিটার। ফলে, মাত্র এক মিনিটের মধ্যেই ছুড়তে পারে ৬ রাউন্ড গোলা। আর মাত্র ৮৫ সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় দফায় গুলি চালানোর জন্য প্রস্তুত হয়ে যায় এই কামান।
মোট ৩০ টন ওজনের এই কামানটির গতিও খুব একটা কম নয়। বিশেষ করে রুক্ষ অঞ্চলে গতি ঘণ্টায় প্রায় ৬০ কিমি। তবে সমতলে তা আবার বৃদ্ধি পেয়ে হয় ৯০ কিমি। ডিআরডিও’র দাবি, এই কামানের ওজন ১৫ টন এবং গাড়িটির ওজন হল ১৫ টন। ফলে, এই কামানের বুলেটপ্রুফ কেবিনে ৭ জন সদস্য থাকতে পারেন এবং কোথায় হামলা চালাতে হবে, সেই তথ্য দেওয়ার পরেই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সেই এলাকাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।