
বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক, ভারতীয় রেল, আমাদের দেশের গর্ব। সকল পরিবহন ব্যবস্থার মতো, ট্রেনেও কিছু নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন। কিছু জিনিসপত্র সাথে নিয়ে গেলে ভারী মূল্য চোকাতে হতে পারে। আইনি জটিলতার কারণে জেল ও হতে পারে।
ভারতীয় রেলও যাত্রীদের নিরাপদ এবং সুষ্ঠু ভাবে ট্রেন যাত্রা নিশ্চিত করতে কিছু নিয়ম কানুন প্রণয়ন করেছে। অনেক যাত্রীর এই নিয়ম কানুন সম্পর্কে অজ্ঞতা থাকে।
স্টোভ, গ্যাস সিলিন্ডার, দাহ্য পদার্থ, আতশবাজি, এসিড, চামড়া, গ্রিজ, বিস্ফোরক দ্রব্য ইত্যাদি বহন করার ব্যাপারে সকলেই সচেতন। কিন্তু, একটি সাধারণ এবং ভারতে ব্যপক ভাবে ব্যবহৃত জিনিস ট্রেনে নিয়ে গেলে আপনার বিপদ হতে পারে। কি জিনিস তা জানেন?
ভারতীয় রেলের কড়া নির্দেশিকা অনুযায়ী, ট্রেনে শুকনো নারকেল বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি অতি দাহ্য বস্তু হওয়ায় এই নিষেধাজ্ঞা। তাই নারকেল সহ যাত্রা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
এছাড়াও, ১৮৯৮ সালের ভারতীয় রেল আইন অনুসারে, ট্রেনে মদ্যপান এবং মাদক গ্রহণ করে যাত্রা করা নিষিদ্ধ। মদ্যপ অবস্থায় বা অশান্তি সৃষ্টি করলে যাত্রীর টিকিট বা রেল পাস বাতিল হতে পারে। অপরাধ প্রমাণিত হলে, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় নির্দেশিকা মেনে চললে গ্যাস সিলিন্ডার বহনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়। অক্সিজেন সিলিন্ডার বহনের সুবিধাও রেলওয়ে প্রদান করে। তবে হাইড্রোক্লোরিক এসিড, টয়লেট ক্লিনিং এসিড, তেল, গ্রিজ ইত্যাদি বিপজ্জনক তরল পদার্থ বহন করা কঠোর ভাবে নিষিদ্ধ।
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। নিষিদ্ধ জিনিসপত্র সহ ধরা পড়লে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা বা তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এছাড়াও, এই জিনিসপত্র রেলওয়ের সম্পত্তির ক্ষতি করলে, যাত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে।