S Jaishankar Security Update: উত্তপ্ত ভারত-পাক রাজনীতি, নিরাপত্তা আরও বাড়ল বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Published : May 14, 2025, 01:24 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

S Jaishankar security Enhanced News: গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থেকেই তপ্ত হয়ে রয়েছে ভারত-পাক রাজনীতি। জানুন আরও বিশদে…

S Jaishankar security Enhanced News: গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থেকেই তপ্ত হয়ে রয়েছে ভারত-পাক রাজনীতি (India Pakistan war tension)। দুই দেশের সম্পর্ক যখন একেবারে তলানিতে ঠেকেছে তখন ফের নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। জানা গিয়েছে, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিদেশমন্ত্রী (S Jaishankar) এস জয়শঙ্করের নিরাপত্তা আরও বাড়ল।

কী কী নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar security Enhanced News):-

জানা গিয়েছে, আগে থেকেই 'Z' ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে আরও দুটি বুলেট প্রুফ গাড়ি পাচ্ছেন তিনি। এছাড়াও দিল্লিতে বিদেশমন্ত্রীর বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এই বিষয়ে সংবাদ সংস্থা 'PTI' সূত্রে খবর, বর্তমানে ভারত-পাকিস্তানের যা পরিস্থিতি তাতে তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে খবর, দেশের বিদেশমন্ত্রী হিসেবে বর্তমানে 'Z' ক্যাটাগরির নিরাপত্তা পান এস জয়শঙ্কর। আর এটিই হল ভারতের তৃতীয় সর্বোচ্চ নিরাপত্তা বলয়। শুধু তাই নয়, বিদেশমন্ত্রীর নিরাপত্তায় সর্বক্ষণের জন্য মোতায়েন থাকে ২২ জন নিরাপত্তারক্ষী ও ৩৩ জন CRPF কম্যান্ডো। যার মধ্যে রয়েছে চার-পাঁচ জন এনএসজি কম্যান্ডো ও স্থানীয় পুলিশও। থাকে গুলিনিরোধক গাড়ি ও এসকর্ট।

উল্লেখ্য, জয়শঙ্করের উপর হামলা হতে পারে সেই আশঙ্কায় ২০২৩ সালে তার নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরি করে দেওয়া হয়। বিদেশমন্ত্রীর নিরাপত্তায় সর্বক্ষণ তিন শিফটে মোতায়েন থাকে নিরাপত্তারক্ষী। থাকে সশস্ত্র এসকর্ট কমান্ডো, তিনজন প্রহরী। সর্বক্ষণের জন্য উপস্থিত থাকেন

তিন জন প্রশিক্ষিত ড্রাইভারও।

অন্যদিকে, পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা (Indian Army) শুরু করে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি (India-Pakistan Conflict) এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Pakistan Defence Minister Khawaja Asif) এমন কিছু মন্তব্য করে বসলেন যা শুধু ভারতেই নয়, পাকিস্তানেও তাঁকে হাসির খোরাক করে তুলেছে। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয় ২৫ এপ্রিল। তারপর ২৫ এপ্রিল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ পরোক্ষভাবে স্বীকার করেন যে পাকিস্তান কয়েক দশক ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ‘আটের দশকে আমরা যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করছিলাম, তখন আজকের সন্ত্রাসবাদীরা ওয়াশিংটন ডি সি-তে খাওয়া-দাওয়া করছিল। আমরা তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে নোংরা কাজ করে আসছি। ব্রিটেন-সহ পশ্চিমী দুনিয়ার হয়েও কাজ করছি। এটা আমাদের ভুল ছিল। এর জন্য আমাদের ফল ভুগতে হয়েছে।’

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল