এক ফোনেই গলবে শুল্ক সঙ্ঘাতের বরফ! মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ ট্রাম্প

Published : Aug 27, 2025, 11:05 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Donald Trump On Modi: শুল্ক সঙ্ঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন গলানোর চেষ্টা ট্রাম্পের! নমোকে ফোন আমেরিকার প্রেসিডেন্টের। আদেও কথা কী হল দুই রাষ্ট্রনেতার? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Donald Trump On Modi: গত কয়েক মাসে একাধিক ইস্যুতে বারবার সুর চড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও নরমে তো কখনও আবার গরমে। এমনকি ভারত-পাক অশান্তিতে সংঘর্ষ বিরতির ঘটনায় তার হাত রয়েছে বলে সরাসরি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের এই মন্তব্য নস্যাৎ করে দিয়েছে ভারত সরকার। লোকসভার অধিবেশনে বিরোধীদের প্রশ্নের জবাবে মোদী স্পষ্ট জানিয়ে দেন যে, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে কোনও তৃতীয়পক্ষের হাত নেই। পাকিস্তানের অনুরোধে আলোচনার মাধ্যমে ভারত সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি হয়। তবে এখানেই শেষ নয়। রাশিয়া থেকে তেল কেনা নিয়েও ভারতের ওপর আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। তাতেও অবশ্য কর্ণপাত করেনি মোদী সরকার। আর এই আবহে এবার প্রকাশ্যে এলো আরও এক বিস্ফোরক তথ্য।

অতি সম্প্রতি জাপানের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে যে, গত কয়েক দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্তত চারবার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী ফোন না ধরায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি ট্রাম্প। এমনটাই তথ্য তুলে ধরে দাবি করা হয়েছে আন্তর্জাতিক ওই সংবাদমাধ্যমে।

 

 

অন্যদিকে, ভারতের সঙ্গে ৫০ শতাংশ হারে মার্কিন শুল্ক সঙ্ঘাতের ইস্যুর মধ্যেই এবার লাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে SCO শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনের ফাঁকে তিনি বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিনে Shanghai Cooperation Organization (SCO) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে মঙ্গলবারই এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রকের সেক্রেটারি তন্ময় লাল। তিনি জানিয়েছেন এই শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। যা ভারত-চিন দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল