Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি, বিমানবন্দর থেকেই তড়িঘড়ি বাতিল উড়ান

Published : Jul 24, 2025, 10:21 AM IST
air india express

সংক্ষিপ্ত

Air India News: সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনার একমাস হতে না হতেই ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক গোলযোগ। তড়িঘড়ি বাতিল করে দেওয়া হয় উড়ান। বিশদে  জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Air India News: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমান বন্দরে অবতরণ করতেই পারল না এয়ার ইন্ডিয়ার উড়ান। বুধবার সন্ধ্যায় দিল্লি বিমান বন্দরে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান টেক-অফ বাতিল করেছে। সূত্র মারফত জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৬০ জন যাত্রী নিয়ে বিমানটিকে উড়ান বাতিল করতে হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, নির্ধারিত সময়ে বিমানটি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু টেক-অফের ঠিক আগ মুহূর্তে চালকরা বিমানে একটি ত্রুটি লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার। ত্রুটিযুক্ত বিমানটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই ঘটনায় বিমান চলাচলে সামান্য বিলম্ব হতে পারে বলে জানানো হয়।

সূত্রের খবর, দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। টেক-অফের ঠিক আগে ককপিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট সঙ্গে সঙ্গে উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, "আমাদের দিল্লি থেকে মুম্বইগামী একটি ফ্লাইটের ক্রু সদস্যরা একটি ছোটখাটো প্রযুক্তিগত সমস্যার কারণে সুরক্ষা অগ্রাধিকার দিয়ে টেক-অফ বাতিল করার সিদ্ধান্ত নেন।" একটি সূত্র জানিয়েছে যে, ককপিটে গতি পরিমাপক স্ক্রিনগুলিতে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট টেক-অফ বাতিল করার সিদ্ধান্ত নেন।

মুখপাত্র আরও জানান, সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে অন্য একটি বিমানে মুম্বইয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি এবং যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। পাইলটের সময়োচিত সিদ্ধান্তে একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল