"নির্ধারিত মানদণ্ড পূরণকারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) বিধি, ২০২১, সর্বভারতীয় পরিষেবা (মৃত্যু এবং পেনশন সুবিধা) বিধি, ১৯৫৮, ইত্যাদির অধীনে অবসর নেওয়ার সুযোগ পেতে পারেন" বলে মন্ত্রী জিতেন্দ্র সিং তার জবাবে জানিয়েছেন।