সাত সকালে কেঁপে উঠল নয়াদিল্লি, ভূকম্পন অনুভূত হতে রাস্তায় বহু মানুষ, রিখটার স্কেলে এই মাত্রা ছিল ৪

Published : Feb 17, 2025, 07:39 AM ISTUpdated : Feb 17, 2025, 07:55 AM IST
earthquake

সংক্ষিপ্ত

সোমবার ভোর ৫টা ৩৬ নাগাদ ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও সংলগ্ন এলাকা। ধৌলাকুঁয়ায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ।

সাত সকালে কেঁপে উঠল নয়াদিল্লি। ভূকম্পন অনুভূত হতে রাস্তায় বহু মানুষ। ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূমিকম্পন অনুভূত হয় নয়াদিল্লি সহ সংলগ্ন এলাকায়। ভূমিকম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বেশ কিছু এলাকায়। জানা গিয়েছে, এই ভূমিকম্পনের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এই মাত্রা ছিল ৪।

জানা গিয়েছে, কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর আসেনি। আসেনি কোনও ক্ষয় ক্ষতির খবর। জানা গিয়েছে কম্পনের সঙ্গে তীব্র শব্দ শোনা গিয়েছিল। এক দিল্লীবাসী জানান, যে গত ২৫ বছরে এমন কম্পন তারা আগে দেখেননি।

সোমবার ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূমিকম্পন অনুভূত হয়। দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়। এর জেরে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সোমবার ভোর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ধরতে যাত্রীদের ভিড় ছিল নয়াদিল্লি রেল স্টেশনে। এমন কম্পনের জেরে আতঙ্কিত হন সকলে। স্টেশনের চায়ের স্টলের এক বিক্রেতা এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, একদম যেন ঝটকা লাগল। বিষটি স্বাভাবিক ছিল না। মানে সব কিছু নড়ছিল। কাউন্টার নড়ছিল, জিনিসপত্র নড়ছিল। হয়তো ২ সেকেন্ডের জন্যেই অমুভূত হয়েছিল সেই কম্পন। আমাদের সামনে খদ্দের ছিলেন। তারা আতঙ্কিত হয়ে চেঁচাতে শুরু করে দিয়েছিলেন। অল্পক্ষণের জন্যে হলেও বেশ তীব্র ছিল সেই কম্পন। একবার তো মনে হয়েছিল কোনও ট্রেনের সংঘর্ষ হল কি না।

অন্য এক যাত্রী জানান, আমার তো মনে হয়েছিল মাটির তল দিয়ে খুব জোরে কোনও ট্রেন যাচ্ছে। সবকিছু নড়ছিল। পিছনে এই কাচও কাঁপছিল। অপরজন বলেন, খুব অল্প সময়ের জন্যেই কম্পন অনুভূত হয়। তবে সেটা বেশ তীব্র ছিল। মনে হচ্ছিল যেন খুব জোরে কোনও ট্রেন ছুটে আসছে।

 

 

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo