দিনের শুরুতেই কেঁপে উঠল ভূস্বর্গ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫

Published : Nov 02, 2020, 08:53 AM IST
দিনের শুরুতেই কেঁপে উঠল ভূস্বর্গ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫

সংক্ষিপ্ত

সাতসকালেই ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫  কম্পনের উৎসস্থল হ্যানলে 

সোমবার সাতসকালেই কেঁপে উঠল ভূস্বর্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫ ম্যাগনিচিউড। ন্যাশানাল সেন্টার অব সিগমোলগি (এনসিএ) জানিয়েছে ঘড়ির কাঁটায় তখন ৬টা ৫৪, সেই সময় জম্মু ও কাশ্মীররের উত্তর পশ্চিমে ৫১ কিলোমিটার দূরে হ্যানলে সংলগ্ন বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। হ্যানলে এলাকাই ছিল কম্পনের উৎসস্থল। প্রশাসনের তরফে জানান হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

প্রায় এক মাস আগে জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প হয়। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। তবে সেই সময়ই প্রাকৃতিক বিপর্যয় বড়সড় আকার ধারন করেনি। হয়নি কোনও প্রাণহানি। তবে এদিনের ভূমিকম্প শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ভারতের সীমানা অতিক্রম করেছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। 

বিস্তারিত আসছে...

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা