
বিপাকে রিলায়েন্স গ্রুপের চেয়ালম্যান অনিল আম্বানি। মূলত বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋনের অর্থ অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনফোর্সমেন্টড ডিরেক্টরট। এবার তাতেই ভারতীয় শিল্পপতি ৪০টি বহুমূল্যবান সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা যাচ্ছে, অনিলের ওই সম্পত্তির মোট বাজার মূল্য কমপক্ষে ৩ হাজার ৮৪ কোটি টাকা। রিপোর্ট অনুসারে, গত ৩ অক্টোবর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে অনিল আম্বানির বিরুদ্ধে এই পদক্ষেপ নিল ইডি।
সূত্রের খবর, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিলের বিরুদ্ধে বিভিন্ন ব্যাঙ্ক থেকে পাওয়া ঋণ নিয়ে জালিয়াতির অভিযোগ। নিজের কার্যসিদ্ধির জন্য বিভিন্ন নামে অনেককেই অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে কারণেই অনিলের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এই বাজেয়াপ্ত করা সম্পত্তির তালিকায় আছে মুম্বইয়ের পলি হিল রেসিডেন্স এবং দিল্লিতে অবস্থিত রিলায়েন্স সেন্টার প্রপার্টি। এছাড়া দিল্লি থেকে শুরু করে নয়ডা, মুম্বই, গাজিয়াবাদ, থানে, পুনে, চেন্নাই, হায়দরাবাদ এমনকী ইস্ট গোদাবলীতে অবস্থিত অনিল গ্রুপের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এই প্রসঙ্গে গোয়েন্দা সংস্থা মুখপাত্র জানান, আমরা আম্বানি গ্রুপের যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, তা সাধারণ মানুষেরই কাজে লাগবে। এতে উপকৃত হবে অনেকে।
প্রসঙ্গত, অনিলের সংস্থার বিরুদ্ধে ১৭,০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। যার মধ্যে কমপক্ষে ৩ হাজার কোটি টাকা ঋণ বাবদ দিয়েছিল ইয়েস ব্যাঙ্ক। জানা যায়, রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেডের তোলা পাবলিক ফান্ড নিয়ে হয়েছিল জালিয়াতি। তদন্ত থেকে ইডি আধিকারিকরা জামতে পারেন, ইয়েস ব্যাঙ্কের এক্সপোজারের মাধ্যমে পরবর্তীতে ঘুর পথে বিভিন্ন ফান্ড রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেড পাঠানো হয়।