ছত্তিশগড়ে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী, তুমুল সংঘর্ষে খতম ৮ মাওবাদী

সংক্ষিপ্ত

নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইতে আটজন মাওবাদীর মৃত্যু হল ছত্তিশগড়ের বিজাপুরে। 

দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে। মাওবাদীদের দলটিকে চারপাশ থেকে কার্যত, ঘিরে ফেলে বাহিনী। আর তারপরেই শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পুলিশ এবং সিআরপিএফ-এর একটি যৌথবাহিনী গাঙ্গালুর থানা এলাকায় মাওবাদী দমন অভিযানে পৌঁছে যায়। ঠিক সেই সময়, তাদের কাছে খবর আসে যে থানা এলাকার কিছুটা দূরে জঙ্গলে মাওবাদীদের একটি দল আশ্রয় নিয়েছে।

Latest Videos

আর সেই খবর পেয়েই সেখানে হাজির হয়ে যায় বাহিনী। কিন্তু তাদের উপস্থিতি টের পেতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। তবে পাল্টা জবাব দেয় বাহিনীও। সেই সংঘর্ষেই আট মাওবাদীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত মাসেই ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইতে নিহত হয় ২০ জন মাওবাদী। তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল মোট ১ কোটি টাকা।

সেই সংঘর্ষে নিহত হন জয়রাম ওরফে চলপতি। তিনি আবার ছিলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। এদিকে এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, "আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটি বড় সাফল্য পেল।’’

আর এবার আরও একটি সাফল্য। পুলিশ জানাচ্ছে, শনিবার সকালে পুলিশ এবং সিআরপিএফ-এর একটি যৌথবাহিনী গাঙ্গালুর থানা এলাকায় মাওবাদী দমন অভিযান শুরু করে। 

সেই সময়, তারা হঠাৎ জানতে পারে থানা কিছুটা দূরেই জঙ্গলের মধ্যে মাওবাদীদের একটি দল আশ্রয় নিয়েছে। আর সেই খবর পেয়েই  তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে যায় বাহিনী। কিন্তু তাদের উপস্থিতি টের পেতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। 

তবে পাল্টা জবাব দিতে পিছপা হয়নি বাহিনী। সেই সংঘর্ষেই আট মাওবাদীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার