করোনা মহামারির মধ্যেই বিহার বিধানসভা নির্বাচন হবে। আগেই সেই বিষয়ে স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মত নিজেদের ঘর গোছাতে শুরু করেছিল রাজনৈতিক দলগুলিও। এবার বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিহার ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
নভেম্বরের শেষে ২৪৩ আসনের বিহার বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা। করোনা মহামারি পরিস্থিতিতে এবার অন্যবারের থেকে বেশি দফায় ভোটগ্রহণ হতে পারে বিহারে।
এর আগে কোভিড পরিস্থিতির মধ্যে ভোটগ্রহণ আয়োজন না করার জন্য সুপ্রিম কোর্টে বেশ কিছু আবেদনও জমা পড়েছিল। তবে সেই সব আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের আয়োজন করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই।
বর্তমানে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোটের দখলে রয়েছে বিহার। পরপর কয়েকটি বিধানসভা ভোটে হেরে বিহার ধরে রাখতে মরিয়া বিজেপি শিবির। তাই নির্বাচনের দিন ঘোষণার আগেই বিহারবাসীর জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী।