নতুন বছরের শুরুতেই পেনশনের নিয়মে বিরাট বদল, বয়স্ক ব্যক্তিদের সুবিধা হবে?

সারা দেশে কয়েক কোটি বয়স্ক ব্যক্তি পেনশনের উপর নির্ভর করেন। নতুন ইংরাজি বছরের শুরু থেকেই পেনশন সংক্রান্ত নিয়মে বদল করা হয়েছে। ফলে বয়স্ক ব্যক্তিদের সুবিধা হতে চলেছে।

Soumya Gangully | Published : Jan 8, 2025 5:52 PM
110
দেশজুড়ে কোটি কোটি মানুষ পেনশনের উপর নির্ভরশীল, তাঁদের সুবিধার জন্য নতুন ব্যবস্থা করা হল

নতুন ইংরাজি বছরের প্রথম দিন থেকেই পেনশন সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। ফলে সারা দেশের কোটি কোটি পেনশনভোগীর সুবিধা হচ্ছে।

210
পেনশন সংক্রান্ত যে নতুন নিয়ম চালু করা হয়েছে, তাতে বয়স্ক ব্যক্তিদের সুবিধা হচ্ছে

বয়স্ক ব্যক্তিদের পেনশনের টাকা তোলার ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে। ফলে নতুন ব্যবস্থায় সবাই খুশি।

310
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পেনশনভোগীরা যে কোনও ব্যাঙ্ক থেকেই টাকা তুলতে পারছেন

এতদিন নির্দিষ্ট কোনও ব্যাঙ্কের শাখা থেকেই পেনশনের টাকা তোলা যেত। কিন্তু এখন থেকে যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকেই পেনশনের টাকা তোলা যাবে।

410
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদের সুপারিশেই পেনশন সংক্রান্ত নতুন নিয়ম চালু করা হয়েছে

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদের সুপারিশের ভিত্তিতেই যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তোলার সুবিধা দেওয়া হচ্ছে।

510
যে কোনও ব্যাঙ্কের শাখা থেকেই পেনশনের টাকা তুলতে পারায় বয়স্ক ব্যক্তিদের সুবিধা হচ্ছে

অনেক বয়স্ক ব্যক্তিই অবসর গ্রহণের পর শহরের বাসস্থান ছেড়ে গ্রামে গিয়ে থাকেন। ইপিএফ-এর পেনশন সংক্রান্ত নতুন নিয়মের ফলে তাঁদের সুবিধা হবে।

610
নতুন নিয়ম চালু হওয়ার ফলে পেনশন পেমেন্ট অর্ডার নিয়ে আর ঝক্কি পোহাতে হচ্ছে না

এতদিন আঞ্চলিক দফতরের মাধ্যমে পেনশন ব্যবস্থা পরিচালিত হত। ফলে বয়স্ক ব্যক্তিদের পেনশন পেমেন্ট অর্ডার পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হত। এবার পেনশন ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ায় আর সমস্যা নেই।

710
সারা দেশের পেনশনভোগীদের সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেমে আনা হয়েছে, ফলে কোনও সমস্যা নেই

পেনশনভোগীরা সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেমের আওতায় আসায় কোনও ব্যাঙ্কের শাখা বদল করলেও পেনশনের টাকা পেতে সমস্যা নেই।

810
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পেনশন সংক্রান্ত নতুন নিয়মে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পেনশনভোগীর সংখ্যা প্রায় ৭৮ লক্ষ। পেনশন সংক্রান্ত নতুন নিয়মের ফলে তাঁদের সুবিধা হচ্ছে।

910
মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, ফলে পেনশনভোগীদের সুবিধা হবে

চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে। ফলে পেনশনভোগীরা অতিরিক্ত টাকা পাবেন।

1010
বহু পরিবার পেনশনের উপর নির্ভর করে থাকে, নতুন ব্যবস্থায় তাঁদের সুবিধা হচ্ছে

সারা দেশের অনেক পরিবারেরই আয়ের উৎস শুধু পেনশন। এ বিষয়ে ঝক্কি কমে যাওয়ায় তাঁদের সবারই সুবিধা হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos