সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের বুদগাঁও

Indrani Mukherjee |  
Published : Jun 30, 2019, 08:58 AM IST
সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের বুদগাঁও

সংক্ষিপ্ত

আবারও উত্তপ্ত সীমান্ত জম্মু ও কাশ্মীরের বুদগাঁও-এ চলছে এনকাউন্টার রবিবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের সীমান্ত অঞ্চল রয়েছে উত্তপ্ত এখনও পর্যন্তত কোনও হতাহতের খবর নেই

জম্মু ও কাশ্মীরে আবার শুরু হয়েছে গুলির লড়াই। রবিবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের সীমান্ত অঞ্চল রয়েছে উত্তপ্ত। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীর সীমান্তে বুদগাঁও জেলার ছাদোরায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। ইতিমধ্যেই সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি চলেছে। নিরাপত্তারক্ষীরা ইতিমধ্যেই জঙ্গিদের ধরার কৌশল শুরু করে দিয়েছে। তারা সর্বতভাবে জঙ্গিদের পালানোর পথ বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

 

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গির পরিচয় জানা যায়নি। যদিও এখনও পর্যন্ত জঙ্গি বা নিরাপত্তারক্ষীর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু জঙ্গি নিধনে এখনও জারি রয়েছে তল্লাসি অভিযান। 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo