ভোর থেকে উপত্যকায় তীব্র গোলাগুলি, সংঘর্ষে মৃত অজ্ঞাত পরিচয় জঙ্গি, অনুপ্রবেশের অপেক্ষায় ৩০০

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সকাল থেকে সংঘর্ষ

সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে তীব্র গুলির লড়াই

এই নিয়ে পর পর তৃতীয়দিন চলছে সেনা অভিযান

অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে অন্তত ৩০০ জঙ্গি বলে খবর

 

amartya lahiri | Published : Jul 13, 2020 3:38 AM IST / Updated: Jul 13 2020, 10:24 AM IST

সোমবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। অনন্তনাগের শ্রীগুফওয়ারা এলাকায় চলছে তীব্র গুলির লড়াই। জানা গিয়েছে শ্রীগুফওয়ারা এলাকায় সন্ত্রাসবাদীদের একটা দল লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপর এদিন ভোরে ওই এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছিল। কোনঠাসা হয়ে পড়া সন্ত্রাসবাদীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে, সেই গুলি- পাল্টা গুলি এখনও চলছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে, এদিন ভোর ৬টা ৪০ মিনিট নাগাদ এই অভিযান শুরু হয়েছিল। তারপর থেকে এখনও নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলছে। এখনও পর্যন্ত সেনার গুলিতে এক অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্য়ুির খবর পাওযা গিয়েছে। সেনার পক্ষে কোনও হতাহতের খবর এখনও নেই। সংঘর্ষ জারি রয়েছে।

Latest Videos

রবিবার জম্মু ও কাশ্মীরের সোপোর এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক সন্ত্রাসবাদীর। ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে ওই অভিযান চালিয়েছিল। এদিনের মতোই সোপোরের রেববান এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। সন্ত্রাসীরা যে বাড়িতে লুকিয়েছিল, নিরাপত্তা বাহিনী তা খুঁজে পেতেই সন্ত্রাসবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেছিল।

এদিকে শনিবারই এক সাংবাদিকক সম্মেলনে মেজর জেনারেল বীরেন্দ্র ভাটস বলেছিলেন, সীমান্তের অপর প্রান্ত থেকে ভারতে অনুপ্রবেশের জন্য নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় আড়াইশ থেকে ৩০০ সন্ত্রাসবাদী উপস্থিত রয়েছে। শনিবারর নওগাম সেক্টরে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করা দু'জন সন্ত্রাসবাদীকে খতম করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। নিহত সন্ত্রাসবাদীদের কাছ থেকে ১২ টি ম্যাগাজিন-সহ দুটি অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল, প্রচুর গোলাগুলি এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। ভারতীয় ও পাকিস্তানি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকাও উদ্ধার হয়েছিল।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024