বিরাট সিদ্ধান্ত EPFO-র, চাকরি করার ১ বছরের মধ্যেই এবার মিলবে জীবন বীমা?

Published : Mar 02, 2025, 03:36 PM IST
How to check pf balance

সংক্ষিপ্ত

এবার কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল EPFO।

চাকরি করার এক বছরের মধ্যে কোনও কর্মীর মৃত্যু হলে, ন্যূনতম বীমার সুবিধা চালু হয়ে গেল। অবসরকালীন ভাতা প্রকল্প চালু করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)।

শুক্রবার, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ইপিএফ-এর সুদের হার ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের মতোই এবারও ৮.২৫ শতাংশ সুদের হারকে পুরপুরিভাবেই অপরিবর্তিত রাখা হচ্ছে। তবে তার সঙ্গেই পিএফের আওতায় কর্মীদের বিমা প্রকল্প ইডিএলআই অর্থাৎ, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্সে যোগ করা হয়েছে বেশ কিছু সুযোগ-সুবিধা।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নেতৃত্বে নয়াদিল্লীতে অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও ইপিএফ সদস্য চাকরিতে যোগদানের এক বছরের মধ্যেই এবং সেই এক বছর সম্পূর্ণ না হলে, সেক্ষেত্রে ন্যূনতম ৫০ হাজার টাকার জীবন বীমার সুবিধা পাবেন।

একটি হিসেব বলছে, প্রতি বছর চাকরিতে এক বছর পূর্ণ হওয়ার আগেই ৫ হাজারের বেশি কর্মীর মৃত্যু হয়। শ্রমমন্ত্রী বলেন, এই সংশোধনীর ফলে সেই সমস্ত কর্মীদের পরিবার এবার উপকৃত হবে।

আগে ইএলডিআই-এর সুবিধাগুলি চাকরির বাইরে মৃত্যু হিসাবে বিবেচনা করে অস্বীকার করা হত। কিন্তু এখন যদি কোনও সদস্য তাদের শেষ অবদান জমা দেওয়ার ৬ মাসের মধ্যেই মারা যান, তাহলে ইএলডিআই-এর সুবিধা পেতে পারেন। আর এই পরিবর্তনের জেরে, প্রতি বছর ১৪,০০০-এরও বেশি মৃত্যুর ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।

তাছাড়া দুটি প্রতিষ্ঠানে চাকরির মধ্যে ১-২ দিনের ব্যবধান থাকলেও ন্যূনতম ২.৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত ইএলডিআই সুবিধা প্রত্যাখ্যান করা হত। কারণ, এক বছরের একটানা চাকরির শর্ত পূরণ করা হত না।

তবে এই নতুন পরিবর্তনের অধীনে, দুটি চাকরির মধ্যে ২ মাস পর্যন্ত ব্যবধান এখন একটানা চাকরি হিসেবে বিবেচিত হবে। যা উচ্চতর পরিমাণ ইএলডিআই সুবিধার জন্য যোগ্য হিসেবে গণ্য করা হবে। আর এই পরিবর্তনের ফলে, প্রতি বছর চাকরিরত অবস্থায় মৃত্যুর এক হাজারেরও বেশি ঘটনায় মৃতের পরিবার উপকৃত হবে বলেই আশা করছেন অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি