sex scandal: 'বাবা-ছেলে দুজনেই যৌন নির্যাতন করতেন', অভিযোগকারী মহিলার পাল্টা তোপ রেভান্নার

Published : Apr 29, 2024, 06:49 PM IST
HD Revanna

সংক্ষিপ্ত

গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এইচডি রেভান্না। তিনি বলেছেন, ভিডিওটি ৪-৫ বছর পুরনো। 

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে ও নাতির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ভিডিও ঘিরে তোলপাড় দেশ। শুরু হয়েছে যথেষ্ট আলোচনা। প্রজ্বল রেভান্না দেবেগৌড়ার নাতি। আর প্রজ্বলের বাবা এইচডি রেভান্না বলেন দেবেগৌড়ারর ছেলে। এক মহিলা বাবা ও ছেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছে। মহিলা তাদের বাড়ির পরিচারিকা ছিলেন। নানা অজুহাতে দুজনেই তাঁকে হেনস্থা করতেন বলেও অভিযোগ করেছেন। কাজে যোগদানের প্রায় চার মাসের মধ্যেই মহিলাকে নানাভাবে হেনস্থা করা হত বলেও অভিযোগ। মহিলা সর্বদাই আতঙ্কে থাকতেন। মহিলার কথায় বাড়ির মহিলারা যখন বাড়ি থাকতেন না তখনও যৌন নির্যাতন চালান হত। মহিলাকে প্রয়োজনে স্টোররুমে ডাকা হত। সেই সময় মহিলার শাড়ির পিন খুলে দেওয়া হত। মহিলা সর্বদাই আতঙ্কে থাকতেন। কখন তাঁর ডাক পড়ে। ইতিমধ্যেই কর্ণাটক সরকার এই ঘটনার তদন্ত তৈরি করেছে। গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্ত দলও।

যদিও গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এইচডি রেভান্না। তিনি বলেছেন, ভিডিওটি ৪-৫ বছর পুরনো। গোটা ঘটনা বিরোধীদের ষড়যন্ত্র বলেও দাবি করেছেন তিনি। তিনি আরও বলেছেন তিনি এই বিষয় নিয়ে ভয় পান না। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই নিয়ে তিনি বলেন, তিনি রাজনীতি করেন। তাই এই বিষয়ে মন্তব্য করতে চান না। তিনি আরও বলেন, গত ৪০ বছর ধরেই দেবেগৌড়ার পরিবারকে কংগ্রেস টার্গেট করছে।

অন্যদিকে ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ এই ভিডিওটি হাসাননির্বাচনী এলাকায় ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। তারপরেই মহিলা প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। পুলিশে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তিনি ২০১৯ ও ২০২২ এর মধ্যে একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছে। অভিযোগকারিনী দাবি করেছেন যে প্রজ্বাল রেভান্না একটি ভিডিও কলে তার মেয়ের সঙ্গেও দুর্ব্যবহার করেছিলেন। তাঁর সঙ্গে অশালীন কথাবার্তা বলেছেন। মহিলা আরও বলেছেন বাবা তাঁর শ্লীলতাহানি করেছে। আর ছেলে তাঁর মেয়ের সঙ্গে অশালীন ব্যবহার করেছে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!