এশিয়ানেট ডায়ালগসে আজকের অতিথি ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। চাঁদের মাটিতে মানুষের পা রাখা থেকে পরবর্তী প্রকল্পের প্রস্তুতি, এশিয়ানেট নিউজের এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজেশ কালরার প্রশ্নের জবাবে এক এক করে উঠে এল ইসরোর পরিকল্পনার কথা।
এশিয়ানেট ডায়ালগসে আজকের অতিথি ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। চাঁদের মাটিতে মানুষের পা রাখা থেকে পরবর্তী প্রকল্পের প্রস্তুতি, এশিয়ানেট নিউজের এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজেশ কালরার প্রশ্নের জবাবে এক এক করে উঠে এল ইসরোর পরিকল্পনার কথা। সোমনাথ জানান ভারত পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন তৈরি করতে পারে। স্পেস স্টেশন তৈরি করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃতকালের মধ্যে অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে চাঁদের আরও রহস্য উন্মোচন করা আরও কম সময়ে কীভাবে সম্ভব, তা নিয়ে কাজ হবে।