দিল্লিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছেন 'সন্ত্রাসবাদী' কেজরিওয়াল, বলছে এক্সিট পোল

  • দিল্লিতে বিধানসভা নির্বাচন শেষ
  • ৭০টি আসনের জন্য ভোটগ্রহণ
  • বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে আপ
  • ইঙ্গিত সমস্ত এক্সিট পোল-এ
     

দিল্লি দখলে মরিয়া বিজেপি নেতারা অরবিন্গ কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলেও আক্রমণ করতে পিছপা হননি। কিন্তু এক্জিট পোল- এর সমীক্ষা যদি মিলে যায়, তাহলে ভোট বাক্সেই বিজেপি-র অপমানের জবাব দিতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ সর্বভারতীয় প্রায় সবকটি সংবাদমাধ্যমের এক্সিট পোল-এই দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে প্রত্যাবর্তন করতে চলেছে আপ সরকার। 

শনিবারই দিল্লির ৭০টি বিধানসভা আসনের জন্য নির্বাচন হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণের ভিত্তিতে এক্সিট পোল-এ সম্ভাব্য ফলাফল তুলে ধরেছে সংবাদমাধ্যমগুলি। টাইমস নাউ এবং আপিএসওএস- এর করা সমীক্ষা অনুযায়ী দিল্লিতে অন্তত ৪৪টি আসনে জয়ী হতে চলেছে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন। তবে সমীক্ষা অনুযায়ী, দিল্লিতে ধরাশায়ী হতে চলেছে কংগ্রেস। 

Latest Videos

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র সমীক্ষা অনুযায়ী, আপ-এর ঝুলিতে আসতে পারে ৫৯ থেকে ৬৮টি আসন। বিজেপি পেতে পারে ২ থেকে ১১টি আসন। সেক্ষেত্রে ফের একবার ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে রাজধানীতে। 

এবিপি নিউজ- সি ভোটার সমীক্ষাও অনেকটা একই ইঙ্গিত দিচ্ছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে, দিল্লিতে আপ পেতে পারে ৪৯ থেকে ৬৩টি আসন। বিজেপি পেতে পারে ৫ থেকে ৯টি আসন। কংগ্রেসের দখলে আসতে পারে সর্বাধিক ৪টি আসন। 

রিপাব্লিক টিভি- জন কি বাত-এর সমীক্ষা বলছে, ৭০টি আসনের মধ্যে ৪৮ থেকে ৬১টি আসনেই জয়ের সম্ভাবনা রয়েছে আপ-এর। বিজেপি-র দখলে আসতে পারে ৯ থেকে ২১টি আসন। 

অর্থাৎ কেন্দ্রে ক্ষমতায় থাকলেও দিল্লি বিধানসভা দখলের স্বপ্ন যে নরেন্দ্র মোদী- অমিত শাহ জুটির এবারও অপূর্ণই থেকে যাবে, সে বিষয়ে নিঃসংশয় প্রতিটি এক্সিট পোল। শেষ পর্যন্ত অন্যরকম কিছু হলে আলাদা কথা। তা নাহলে সন্ত্রাসবাদী বলে অপমানের জবাবটা মোদী- শাহদের বেশ জোরালো ভাবেই দিতে চলেছেন আপ প্রধান। 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report