Expired Medicines: রাজ্যে ফের ভেজাল ওষুধ, বঙ্গে মান পরীক্ষায় ফেল ইউরিম্যাক্স ডি

Published : Jun 19, 2025, 03:06 PM ISTUpdated : Jun 19, 2025, 03:07 PM IST
medicine

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে প্রস্টেট রোগের ওষুধ ইউরিম্যাক্স-ডি ট্যাবলেটে ভেজাল পাওয়া গেছে। হাওড়া থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই ওষুধ। রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সতর্কতা জারি করেছে।

বাংলায় ফের ভেজাল ওষুধের থাবা, চিন্তার ভাঁজ চিকিৎসামহলে। রাজ্যে গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি প্রস্টেট রোগের জন্য ব্যবহৃত বহুল প্রচলিত ওষুধ ইউরিম্যাক্স-ডি টামসুলোসিন হাইড্রোক্লোরাইড ডুটাস্টেরাইড ট‌্যাবলেট। আরব সাগরের তীরে গোয়ায় অবস্থিত ওষুধের কারখানায় একটি নামী সংস্থা তৈরি করছে এই ওষুধটি।

জানা গেছে ইউরিম‌্যাক্স-ডি ট‌্যাবলেটের ব্যাচ নম্বর 4GH0097, এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ নভেম্বর ২০২৫। ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টর চঞ্চল দত্ত গোয়ায় তৈরী এই ওষুধ বাজেয়াপ্ত করেন হাওড়া থেকে। বাজেয়াপ্ত করার সময় ওষুধের স্ট্রিপও ছিল অক্ষুন্ন।

রাজ্যের ড্রাগ টেস্টিং ল‌্যাবরেটরিতে পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ ওষুধের হদিশ মেলে। এর নোটিস পাঠানো হয় স্বাস্থ‌্য পরিবার কল‌্যাণ দপ্তরে। এছাড়াও নোটিস পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ‌্য শিক্ষা অধিকর্তা, ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিস ও প্রতিটি জেলার ড্রাগ কন্ট্রোলারের কাছে। রাজ‌্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, বাংলার প্রতিটি খুচরো বিক্রেতাদের জানানো হচ্ছে দোকানে ইউরিম্যাক্স ডি ওষুধের এই নির্দিষ্ট ব‌্যাচ নম্বরের স্টক থাকলে অবিলম্বে তা বাতিল করতে হবে।

চিন্তিত চিকিৎসক মহলের প্রতিক্রিয়া

রাজ্যে ভেজাল ওষুধের ঘটনায় ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের অধ‌্যক্ষ ডা. জয়দেব রায় কোনওভাবেই ওষুধের মানের সঙ্গে সমঝোতা করতে রাজি নন। তিনি বলেন, “লাভের জন‌্য ওষুধ সংস্থা ওষুধের দাম সামান‌্য বাড়াক। কিন্তু অতিরিক্ত লাভের জন‌্য ওষুধে নিম্নমানের উপাদান ব‌্যবহার বেআইনি।”

রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সম্প্রতি যে হারে ভেজাল ওষুধ বাজেয়াপ্ত করছে তাতে নতুন ওষুধ প্রেসক্রাইব করতেও চিন্তিত ও ভীত চিকিৎসকেরাও। ডা. জয়দেব রায় বলছেন, “অনেক সময় প্রেসক্রিপশনে কোনও ওষুধ লিখে দিচ্ছি সেটা হয়তো রোগীর পরিবার দোকানে পাচ্ছেন না। একই কম্পোজিশনের অন‌্য ওষুধ পাচ্ছেন। কিন্তু সেই কোম্পানি আনকোরা-নতুন। এমন সংস্থার ওষুধ কিনতে ভয় পাচ্ছেন ক্রেতারা। আমরাও বারণ করছি।”

এর আগেও মিলেছে জাল ওষুধ

এই ঘটনার ঠিক আগে গত ২১ ফেব্রুয়ারি হাওড়ার আমতায় এক বিশাল জাল ওষুধ চক্র ফাঁস হয়। প্রায় ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। এবারও ফের সেই হাওড়া থেকেই উদ্ধার ভেজাল ওষুধ।

সারাংশ রাজ্যে ভেজাল ওষুধ বাজেয়াপ্ত। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় প্রেসক্রাইব করা ওষুধে ভেজাল। নোটিশ পাঠিয়ে সতর্ক করছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড।

ভেজাল ওষুধ, ইউরিম্যাক্স ডি, রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড, প্রস্টেট চিকিৎসার ওষুধ, fake medicine, prostate treatment medicines, state drug control board, Urimax-D,

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন
পুতিনকে গার্ড অফ অনার: দেখে নিন রাষ্ট্রপতি ভবনের ৫টি বিশেষ মুহূর্তের ছবি