রমরমিয়ে চলছে ভুয়ো দূতাবাস, তৈরি করা হয়েছে ভুয়ো নামও! জাল দূত পুলিশের হাতে গ্রেফতার

Published : Jul 23, 2025, 05:20 PM IST
রমরমিয়ে চলছে ভুয়ো দূতাবাস, তৈরি করা হয়েছে ভুয়ো নামও! জাল দূত পুলিশের হাতে গ্রেফতার

সংক্ষিপ্ত

গাজিয়াবাদে ভুয়ো দূতাবাস চালিয়ে প্রতারণার অভিযোগে হর্ষ বর্ধন জৈন গ্রেফতার। ওয়েস্ট আর্কটিকা, সাবোরগা সহ বেশ কয়েকটি কাল্পনিক দেশের রাষ্ট্রদূত সেজে প্রতারণা।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ভাড়া বাংলোয় ভুয়ো দূতাবাস চালিয়ে আসছিলেন হর্ষ বর্ধন জৈন নামে এক ব্যক্তি। তাকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (STF)। 'ওয়েস্ট আর্কটিকা' নামে একটি অস্তিত্বহীন দেশের রাষ্ট্রদূত সেজে এই প্রতারণা চালাচ্ছিলেন তিনি।

কবি নগর এলাকার একটি বাংলোয় এই ভুয়ো দূতাবাস চলছিল। হর্ষ বর্ধন জৈন নিজেকে 'ওয়েস্ট আর্কটিকা'র রাষ্ট্রদূত বলে দাবি করতেন। শুধু 'ওয়েস্ট আর্কটিকা' নয়, 'সাবোরগা', 'পাউলভিয়া' এবং 'লোডোনিয়া'র মতো কাল্পনিক দেশের রাষ্ট্রদূতের ভূমিকায়ও অভিনয় করেছেন তিনি। নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখানোর জন্য ভুয়ো দূতাবাসের নম্বর প্লেট লাগানো বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন।

 

 

প্রতারণার নেপথ্যে

হর্ষ বর্ধন জৈন বিদেশে চাকরি এবং ব্যবসায়িক চুক্তির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এই প্রতারণার জন্য তিনি 'হাওয়ালা'র মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের জাল বিস্তার করেছিলেন।

এই ভুয়ো দেশগুলির নামে জাল নথি, পরিচয়পত্র এবং পাসপোর্টও তিনি সরবরাহ করেছেন। এছাড়াও, ভারতীয় বিদেশ মন্ত্রকের জাল সিলমোহরযুক্ত নথিও তৈরি করেছেন।

বাজেয়াপ্ত করা সামগ্রী

STF-এর তল্লাশিতে হর্ষ বর্ধন জৈনের কাছ থেকে নিম্নলিখিত জিনিসপত্র উদ্ধার হয়েছে:

  • ভুয়ো দূতাবাসের নম্বর প্লেট লাগানো ৪টি বিলাসবহুল গাড়ি
  • ভুয়ো দেশের ১২টি কূটনৈতিক পাসপোর্ট
  • বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের ৩৪টি রাবার স্ট্যাম্প
  • সরকারি সিলমোহরযুক্ত জাল নথি
  • ২টি জাল প্যান কার্ড এবং ২টি জাল সাংবাদিক পরিচয়পত্র
  • ৪৪.৭ লক্ষ টাকা নগদ
  • বিভিন্ন বিদেশি মুদ্রা
  • প্রতিষ্ঠানের নথি এবং ব্যবসায়িক চুক্তিপত্র

এই সমস্ত জিনিসপত্র মানুষকে প্রতারিত করার জন্য ব্যবহার করা হত বলে জানিয়েছে পুলিশ।

হর্ষ বর্ধন জৈনের পটভূমি

এই প্রথম হর্ষ বর্ধন জৈনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা কিন্তু নয়। আধিকারিকরা বলছেন ২০১১ সালে অবৈধ স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। বিতর্কিত ধর্মগুরু চন্দ্রস্বামী এবং আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী আদনান খাশোগির সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে জানা গেছে। এই প্রতারণা সংক্রান্তে কবি নগর থানায় নতুন মামলা (FIR) দায়ের করা হয়েছে। পুলিশ হর্ষ বর্ধন জৈনের সঙ্গে যুক্ত নেটওয়ার্কটি খুঁজে বের করার চেষ্টা করছে। এই প্রতারণায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আরও গ্রেফতার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল