Nirmala Sitharaman Live: ২০ লক্ষ কোটি প্যাকেজের চূড়ান্ত কিস্তি, ঘোষণা হল কৃষি ও পশুপালন সংক্রান্ত প্যাকেজ

সংক্ষিপ্ত


আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ  শুক্রবার বিকেল চারটেয় সেই প্যাকেজের তৃতীয় পর্বের ব্যাখ্যা দিলেন। বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজের দ্বিতীয় পর্বের ব্যাখ্যা দিয়েছিলেন। সীতারমণের ঘোষণার মধ্যে অন্যতম ছিল  শহুরে গরিব ও পরিযায়ী শ্রমিকদের জন্য ২ মাসের খাদ্যশষ্য বিনামূল্যে বিতরণ । যাদের রেশন কার্ড নেই তাঁরাও পাবেন এস সুবিধা। আগামী দিনে একই কার্ডে দেশের যে কোনও প্রান্তে রেশন তোলার সুবিধার কথা বলেন অর্থমন্ত্রী। 

05:10 PM (IST) May 15

কৃষকদের ফসলের দামের নিশ্চয়তা দেওয়া হবে

উৎপাদন থেকে ফসল কেটে বিক্রি করা পর্যন্ত কৃষকদের নিশ্চয়তা দেওয়া হবে।

 

05:09 PM (IST) May 15

কৃষক তাঁর ফসল যেখানে খুশি বিক্রি করতে পারেন

 কেন্দ্রীয় একটি আইন আনা হবে, যাতে কৃষকদের ফসল বিক্রিতে নিয়ন্ত্রণ না থাকে।

05:08 PM (IST) May 15

অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন

এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করা হবে, এবার থেকে খাদ্যসামগ্রী মজুতের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে, এতে কৃষকদের আয় বাড়ার সম্ভাবনা থাকবে।

 

05:01 PM (IST) May 15

সবজি পরিবহণে কৃষকদের জন্য ৫০% ভর্তুকি

নতুন আইনে যেকোনও রাজ্যে বিক্রি করা যাবে পণ্য, পরিবহণে বাধা থাকবে না।

 

04:54 PM (IST) May 15

জাতীয় পশু চিকিৎসা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় প্যাকেজ

ফুট অ্যান্ড মাউথ রোগ ও ব্রুসেলোসিসের জন্য ১৩,৩৩৩ কোটি টাকা ব্যয় করা হবে।

 

04:49 PM (IST) May 15

মৌমাছি পালনের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা

04:48 PM (IST) May 15

ভেষজ চাষে ৪ হাজার কোটির আর্থিক প্যাকেজ

04:46 PM (IST) May 15

পুনরুজ্জীবন প্যাকেজ ডেয়ারি শিল্পের জন্য

ডেয়ারি শিল্পে বেসরকারি বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে। ডেয়ারি শিল্প তৈরি করলে ইনসেনটিভ মিলবে , দুগ্ধজাত সামগ্রী রফতানিতে ইনসেনটিভ দেওয়া হবে।

 

04:43 PM (IST) May 15

৫৩ কোটি গবাদিপশুর টিকাকরণ করা হবে

গবাদিপশুর পায়ে ও মুখের রোগ নিরাময় করতে এই টিকা দেওয়া হবে,  ১৩,৩৪৩ কোটি টাকা খরচ হবে এই খাতে ।

 

04:41 PM (IST) May 15

মৎস্যচাষ ক্ষেত্রকে গুরুত্ব

প্রধানমন্ত্রী 'মৎস্য সম্প্রদায় যোজনা'র মাধ্যমে ২০ হাজার কোটি টাকার পুনরুজ্জীবনে দেওয়া হবে, এর মধ্যে ১১ হাজার কোটি টাকা সামুদ্রিক মৎস্য শিকার সেই সংক্রান্ত কাজে খরচ হবে , বাকি ৯ হাজার কোটি খরচ হবে অন্তর্দেশীয় মৎস্য চাষে ।

 

04:38 PM (IST) May 15

ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য প্যাকেজ

ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ১০ হাজার কোটির প্যাকেজ।

 

04:35 PM (IST) May 15

কৃষকদের জন্য ১ লক্ষ কোটির বিশেষ প্রকল্প

কৃষকদের আয় বৃদ্ধি, পরিকাঠামোর জন্য প্যাকেজ, ১ লক্ষ কোটির প্যাকেজের আওতায় হিমঘর, শস্য গুদাম।

 

04:33 PM (IST) May 15

৭৪,৩০০ কোটি টাকারও বেশি অর্থমূল্যের শস্য কেনা হয়েছে

লকডাউনের সময় মিনিমাম সাপোর্ট প্রাইস ৭৪,৩০০ কোটি টাকারও বেশি অর্থমূল্যের শস্য কেনা হয়েছে। ৬,৪০০ কোটি টাকা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় কৃষকদের পাঠানো হয়েছে।

 

 

04:27 PM (IST) May 15

সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রায় ২ কোটি কৃষক

সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রায় ২ কোটি কৃষক, ন্যূনতম সহায়ক মূল্যের জন্য দেওয়া হয়েছে ৭৪ হাজার ৩০০ কোটি।

04:25 PM (IST) May 15

ভারত বিশ্বে দুধ উৎপাদনে প্রথম

সমবায় সমিতি থেকে ২ মাসে ৫৬০ লিটার দুধ কেনা হয়েছে। 

04:23 PM (IST) May 15

৮টিই কৃষি সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে প্যাকেজ

আজ ১১টি পদক্ষেপ ঘোষণা, তার মধ্যে ৮টিই কৃষি সংক্রান্ত পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত, বাকি তিনটি সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে ।

 

04:20 PM (IST) May 15

কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান

কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ১৮ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে লকডাউনের সময়।

04:17 PM (IST) May 15

মোট ১১টি প্যাকেজ

কৃষিজাত পণ্যের জন্য ১১টি ত্রাণ প্যাকেজ ঘোষণা।

04:10 PM (IST) May 15

অর্থমন্ত্রীর সাংবাদিক বৈঠক

সরাসরি দেখুন নির্মলা সীতারমণের সাংবাদিক বৈঠক।

 

04:08 PM (IST) May 15

আর্থিক প্যাকেজ ঘোষণাক তৃতীয় দিন

কৃষি, দুধ, পশুপালন ও মৎস্যজাত পণ্যের জন্য আজ আর্থিক প্যাকেজ ঘোষণা।