দিল্লির ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ৬ জনের। আশঙ্কাজনক অবস্থা ১১ জনের। ঘটনাটি ঘটে দক্ষিণ দিল্লির জাকির নগরে। মৃতদের মধ্যে রয়েছেন ২ শিশু-সহ ফ্ল্যাটের ৬ জন বাসিন্দা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দিল্লির এই অ্যাপার্টমেন্টে মোট ১৩টি ফ্ল্য়াট ছিল। রাত ২ টো নাগাদ আবাসনটির মিটার ঘরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। বৈদ্যুতিন মিটার থেকে ফ্ল্য়াটে আগুন ছড়িয়ে পড়তে থাকে। রাতে ঘুমের মধ্যেই আগুন লাগে।
ফলে যখন তাঁরা টের পান যে আগুন লেগেছে, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে পুরো ফ্ল্যাটেই প্রায় আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। অনেকে প্রাণে বাঁচার জন্য ফ্ল্যাটের উপর থেকে ঝাঁপ দিতে থাকেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। তাঁরা এই মুহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন।
অগ্নিকাণ্ড এতই ভয়াবহ ছিল যে পার্কিং-এ থাকা ৭টি গাড়ি ও ৮টি বাইক পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ৮টি ইঞ্জিন। মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।