করোনা আবহে আবারও সরকারি হাসপাতালে আগুন, এবার ঘটনাস্থল গুজরাত

Published : Aug 25, 2020, 07:02 PM IST
করোনা আবহে আবারও সরকারি হাসপাতালে আগুন, এবার ঘটনাস্থল গুজরাত

সংক্ষিপ্ত

গুজরাতে গুরুগোবিন্দ সিং হাসপাতালে আগুন আগুন লাগে আইসিইউ বিভাগে  ৯ জন রোগী ছিলেন বিভাগে  দমকল ১ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে

করোনাভাইরাসের এই সংক্রমণকাল আবারও সরকারি হাসপতালে আগুন লাগল। মঙ্গলবার খুব ভোরে আগুন লাগে গুজরাতের জামনগরে গুরু গোবিন্দ সিং হাসপাতাল। রাজ্য সরকারই এই হাসপাতাল পরিচালনা করে। প্রথমে আগুন লাগে হাসপাতালের পুরনো একটি আইসিইউ বিভাগে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে ভোর ৩টের দিকে আগুন লাগে। আইসিইউ বিভাগ প্রায় পুরোপুরি ধোঁয়ায় ঢেকে গিয়েছিল বলেই জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তবে এই আইসিইউ ওয়ার্ডটি করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত ছিল না বলেই জানান জেলা শাসক রবি শঙ্কর। তিনি আরও বলেন আইসিইউতে সবমিলিয়ে মোট ৯ জন রোগী ছিলেন। তাঁদের মধ্যে তিন জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। বাকিদের অক্সিজেন দেওয়া হচ্ছিল। হাসপাতালের কর্মীরা রোগীদের নিরাপদে হাসপাতালের পাশে একটি বাড়িতে নিয়ে যান।

 

দমকলকর্মীরা মাত্র একঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার কোনও প্রাণ সংশয় হয়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

ইনজেকশনে ভয় পান আপনি, তাহলে করোনা মোকাবিলায় আপনার চাই ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রতিষধক

রূপকানোয়ারের রাজস্থান বদলে গেছে, দুই সন্তানের মা পিঙ্কির প্রেমের গল্প সেই কথাই বলছে

২০১৯-২০ অর্থবর্ষে ২০০০ টাকার নোট ছাপা হয়নি, আরবিআই-এর রিপোর্টে প্রকাশ চাঞ্চল্যকর তথ্য ...

PREV
click me!

Recommended Stories

বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু: দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান