করোনায় কেরলে প্রথম মৃত্য়ু, দেশ কি স্টেজ-থ্রির দিকে পৌছচ্ছে

  • করোনায় প্রথম মৃত্য়ু কেরালায়,  শনিবার সকালে
  • কোচিতে ৬৯ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন

Sabuj Calcutta | Published : Mar 28, 2020 7:21 AM IST / Updated: Mar 28 2020, 12:57 PM IST

করোনায় প্রথম মৃত্য়ু কেরালায়কোচিতে ৬৯ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন শনিবার সকালে

এদিকে এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, যদি এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না-পারা যায়, তাহলে করোনা সংক্রমণ এবার এদেশে স্টেজ-থ্রি বা তৃতীয় পর্যায়ে প্রবেশ করতে চলেছে যার অর্থ, এবার একেবারে গোষ্ঠীতে সংক্রমণ ছড়িয়ে পড়বে শনিবার সকাল পর্যন্ত দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্য়া ছিল ৭২৪-এ  কিন্তু খানিকক্ষণের মধ্য়েই এই সংখ্য়া বেড়ে দাঁড়ায় ৮৮৫-তে মাত্র কয়েকঘণ্টার মধ্য়ে এতজনের আক্রান্ত হওয়ার ঘটনাও নজিরবিহীন বলে মনে করা হচ্ছে

এদিকে শুক্রবার রাত থেকেই আশঙ্কা ছড়ায়, লকডাউনের মধ্য়েও যেভাবে বাড়ছে করোনার সংক্রমণ তাতে করে এবার বোধহয় স্টেড-থ্রির দিকে এগিয়ে চলেছে ভারত আর একবার সেই পর্যাতে পৌঁছলে কতহাজার মানুষের মৃত্য়ু হবে, তা ভেবেই শিউরে উঠছেন সবাই অন্য়দিকে, শনিবার সকালে কেরলের মৃত্য়ুর ঘটনায় অনেকেই মুষড়ে পড়েছেন দেশের মধ্য়ে যে রাজ্য় করোনা মোকাবিলায় পথ দেখিয়েছিল বাকিদের, করোনা মোকাবিলায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল, সেখানে মৃ্ত্য়ুর ঘটনা কপালে  ভাঁজ ফেলে দিয়েছে যদিও কেউ কেউ বলছেন,  যত সংখ্য়ক পরিযায়ী শ্রমিক চিন থেকে বা অন্য়ান্য় দেশবিদেশ থেকে কেরলে ফিরেছেন, সে তুলনায় একটি মৃত্য়ুর ঘটনায় তেমনভাবে আশঙ্কিত হওয়ার কিছুই নেই

Share this article
click me!