সুবিধে দিয়ে যাত্রী টানার কৌশল, অক্টোবরেই ব্যাপক লাভ প্রথম বেসরকারি ট্রেনের

  • লখনউ দিল্লি তেজস এক্সপ্রেস প্রথম বেসরকারি ট্রেন 
  • ৫ অক্টোবর এই ট্রেন যাত্রা শুরু করে
  • ২৮ অক্টোবরের মধ্যে ব্যাপক লাভের মুখ দেখে আইআরসিটিসি 
  • অক্টোবরে আইআরসিটিসি লাভ করেছে ৭০ লক্ষ টাকা 
Tamalika Chakraborty | Published : Nov 11, 2019 7:55 AM IST

লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস প্রথম বেসরকারি ট্রেন।  শুধু অক্টোবর মাসে তেজস এক্সপ্রেস ৭০ লক্ষ টাকা লাভ করেছে।  আইআরসিটিসির অধীনে থাকা এই তেজস এক্সপ্রেস শুধু টিকিট বিক্রি করে ৩.৭০ কোটি টাকা পেয়েছে বলে জানা গিয়েছে। 

আইআরসিটিসির অধীনে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস ভারতীয় রেলের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। আইআরসিটিসি ভারতে ৫০টি বিশ্বমানের রেল স্টেশন গড়ে তুলবে বলে ভারতীয় রেলকে প্রতিশ্রুতি দিয়েছে। বেসরকারি এই সংস্থাকে ১৫০টি ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ৫ অক্টোবর বেসরকারি ট্রেন হিসেবে তেজস এক্সপ্রেস যাত্রা শুরু করে। তখন থেকেই এক্সপ্রেস ট্রেনটির ৮০ থেকে ৮৫ শতাংশ আসন সংরক্ষিত করেছেন যাত্রীরা। ৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আইআরসিটিসি তেজস এক্সপ্রেস থেকে তিন কোটির বেশি টাকা লাভ করেছে বলে জানা গিয়েছে। 

Latest Videos

জানা গিয়েছে, অত্যাধুনিক মানের এই  এক্সপ্রেস ট্রেনটি চালাতে আইআরসিটিসির মোট খরচ হয় ১৪ লক্ষ টাকা।  যাত্রাী ভাড়া থেকে তেজস এক্সপ্রেস প্রতিদিন আয় করে ১৭.৫০ টাকা। আইআরসিটিসি যাত্রীদের বিশেষ কিছু সুবিধা দিচ্ছে তেজস এক্সপ্রেসে। এখানে নৈশ ভোজের সুবিধার পাশাপাশি  প্রয়োজন পড়লে যাত্রীদের ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা দেওয়ার সুবিধা রয়েছে। তাছাড়া ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছলে ক্ষতিপূরণ দেওয়া হয় আইআরসিটির পক্ষ থেকে।  সপ্তাহে ছয়দিন ট্রেনটি চলে। 
 

Share this article
click me!

Latest Videos

রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
২০১৭ থেকে এদেশে...নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার TMC কর্মী | Bangladeshi Arrest | Nadia News
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh