গত তিন দশকে এই ঘটনা প্রথম। গত ত্রিশ বছর ধরে কাশ্মীরে চলতে থাকা সন্ত্রাসবাদে এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভূস্বর্গে পা রাখার পরও কোনও বিচ্ছিন্নতাবাদী দলের তরফ থেকে কোনও রকম বন্ধের ডাক দেওয়া হল না।
জম্মু ও কাশ্মীর সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে বুধবার নিরাপত্তা ও উন্নতি প্রকল্পে একাধিক বৈঠকেও অংশ নেন তিনি। সূত্রের খবর আগামীকাল জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেইসঙ্গে রাজ্য বিজেপির নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং পঞ্চায়েত সদস্যদের সঙ্গেও একাধিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মোদীর কাশ্মীর সফরকালে বনধ ডেকেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তার আগে ২০১৭ সালে যখন রাজনাথ সিং যখন কাশ্মীর সফরে গিয়েছিলেন তখনও একইভাবে বিচ্ছিন্নতাবাদীদের একটি যুগ্ম সংগঠনের তরফ থেকে বনধের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হল, সইদ-আলি শাহ গিলানি এবং ওমর ফারুখ পরিচালিত বিচ্ছিন্নতাবাদী দলের তরফে কোনওরকম বনধের ডাক দেওয়া হয়নি। গত ৩০ বছরে এই ঘটনা প্রথম বলে জানা গিয়েছে।