তিন দশকে এই প্রথম, অমিত শাহের কাশ্মীর সফরে হল না বনধ

  • গত তিন দশকে এই ঘটনা প্রথম
  • এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভূস্বর্গে পা রাখার পরও বিচ্ছিন্নতাবাদী দলের তরফে বন্ধের ডাক দেওয়া হল না
  • মোদীর কাশ্মীর সফরকালে বনধ ডেকেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন
  • ২০১৭ সালে যখন রাজনাথ সিং-এর কাশ্মীর সফরকালে ডাকা হয়েছিল বনধ
Indrani Mukherjee | Published : Jun 27, 2019 12:12 PM / Updated: Jun 27 2019, 12:24 PM IST

গত তিন দশকে এই ঘটনা প্রথম। গত ত্রিশ বছর ধরে কাশ্মীরে চলতে থাকা সন্ত্রাসবাদে এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভূস্বর্গে পা রাখার পরও কোনও বিচ্ছিন্নতাবাদী দলের তরফ থেকে কোনও রকম বন্ধের ডাক দেওয়া হল না। 

 

জম্মু ও কাশ্মীর সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে বুধবার নিরাপত্তা ও উন্নতি প্রকল্পে একাধিক বৈঠকেও অংশ নেন তিনি। সূত্রের খবর আগামীকাল জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেইসঙ্গে রাজ্য বিজেপির নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং  পঞ্চায়েত সদস্যদের সঙ্গেও একাধিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। 

 

প্রসঙ্গত এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মোদীর কাশ্মীর সফরকালে বনধ ডেকেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তার আগে ২০১৭ সালে যখন রাজনাথ সিং যখন কাশ্মীর সফরে গিয়েছিলেন তখনও একইভাবে বিচ্ছিন্নতাবাদীদের একটি যুগ্ম সংগঠনের তরফ থেকে বনধের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হল, সইদ-আলি শাহ গিলানি এবং ওমর ফারুখ পরিচালিত বিচ্ছিন্নতাবাদী দলের তরফে কোনওরকম বনধের ডাক দেওয়া হয়নি। গত ৩০ বছরে এই ঘটনা প্রথম বলে জানা গিয়েছে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury