স্বনির্ভরতা এনে দিক নিরাপত্তা, দু'চোখে নতুন স্বপ্ন বুনছেন মহিলা বাউন্সাররা

  • পুনেতে শুরু হল এই মহিলা বাউন্সার-এর পরিষেবা
  • এর উদ্যোক্তা রণরাগিনী লেডিস বাউন্সার ও ওম্যান পাওয়ার গ্রুপ
  • নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আসছেন এই পেশায়
  • ১২ জনকে নিয়ে শুরু হয়েছিল এই গ্রুপের যাত্রা,এখন সদস্য সংখ্যা ৫০০ ছাড়িয়েছে
Indrani Mukherjee | Published : Jun 17, 2019 5:12 AM IST / Updated: Jun 17 2019, 10:59 AM IST

রাতের অন্ধকারে অফিস থেকে বাড়ি ফেরা হোক বা দিন্র যে-কোনও সময়ে ফাঁকা নির্জন রাস্তা দিয়ে যাওয়াই হোক- প্রয়োজন থাকলেও এই বিষয়গুলি সচেতনভাবেই এড়িয়ে চলার চেষ্টা করেন মেয়েরা। কারণ আজও আমাদের দেশে মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে। তাই একজন পুরুষের মতো চলাফেরা করা মেয়েদের সাজে না, কারণ তাঁরা মেয়ে!

আর এবার এই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাই এগিয়ে এসেছেন মহিলারাই, তবে এক অন্যরূপে। যে রূপে সাধারণত আমরা তাঁদের দেখি না। সম্প্রতি আমরা মহিলাদের এমন বহু পেশায় নিযুক্ত হতে দেখেছি, যাতে হয়তো এতদিন সাধারণ মানুষ অভ্যস্ত ছিলেন না। মহিলারা একদিকে যেমন সরকারি বাস চালান, বাসে কন্ডাক্টরও হিসাবেও কাজ করেন, তেমনই সম্প্রতি পিঙ্ক ক্যাবও একাধিক মহিলাকে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, তেমনই সাহায্য করেছে স্বনির্ভত হতেও।

Latest Videos

তবে এবার পুনের কিছু মহিলা নিজেদের গড়ে তুলেছেন এক অন্য ধাঁচে। রণরাগিনী লেডিস বাউন্সার ও ওম্যান পাওয়ার গ্রুপ-এর উদ্যোগে মহিলারা এগিয়ে আসছেন বাউন্সার হিসাবে কাজ করার জন্য। দুবছর আগে রণরাগিনী যখন কাজ করতে শুরু করে তখন তাঁদের সদস্য সংখ্য ছিল মাত্র ১২ জন। তবে এখন সদস্য সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। পুনের এই মহিলা বাউন্সাররা এখন বিভিন্ন ইভেন্ট, মেলা, অনুষ্ঠান, রাজনৈতিক মিটিং-মিছিলে বডিগার্ড হিসাবেও কাজ করছেন। পুলিশের কাজ খানিকটা লাঘব করতে সক্রিয় ভুমিকা পালন করছে এই রণরাগিনী বাহিনী। 

মহারাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা সদস্যরাই এগিয়ে আসছেন এই পেশায়। এর মধ্য রয়েছেন বিবাহিত, অবিবাহিত, বিধবা, গৃহবধু মহিলারা। যদিও মহিলা নিরাপত্তারক্ষীদের এই কনসেপ্ট মুম্বই-এ নতুন নয়, পাঁচ বছর আগেই সেখানে মহিলা নিরাপত্তরক্ষীরা কাজ শুরু করে দিয়েছিলেন। তবে সেখানকার মহিলাদের মধ্য এই চিন্তাভাবনা আজও প্রাসঙ্গিত তা প্রমাণ করল এই রণরাগিনী বাহিনী। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya