নতুন রেকর্ড গড়ে দেশে একদিনে আক্রান্ত এবার ৭৫ হাজারের বেশি, মোট সংক্রমণ ৩৩ লক্ষ ছাড়াল

  • গত ২৪ ঘণ্টায় মৃত্যু ফের হাজারের বেশি
  • মোট মৃতের সংখ্যা ৬০ হাজারের উপরে
  • এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ লক্ষের বেশি
  • সুস্থতার হার ভারতে ৭৬ শতাংশ ছাড়িয়েছে

দৈনিক সংক্রমণে এবার নয়া রেকর্ড গড়ে ফেলল ভারত। গত ২৪ ঘণ্টায় এদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন। যা ভারতে দৈনিক সংক্রমণে এখনও পর্যন্ত সর্বোচ্চ। পাশাপাশি এই প্রথম ভারতে দৈনিক সংক্রমণ ৭০ হাজারের উপরে উঠল। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে মোট আক্রান্ত ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫ জন।

 

Latest Videos

বুধবার দেশে দৈনিক মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। সেই ধারা বজায় থাকল বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়এছে ১,০২৩ জনের। ফলে কোভিড ১৯ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজার ৪৭২।

এদিকে সংক্রমণ যেমন বাড়ছে দেশে তেমনি আশা জাগাচ্ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত ভারতে করোনা জয়ীর সংখ্যা ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭২ জন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা দেশে ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১। সুস্থতার হার বেড়ে ৭৬ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছে ৫৬ হাজার ১৩ জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার গোটা দেশে ৯ লক্ষ ২৪  হাজার ৯৯৮  কোভিড টেস্ট হয়েছে।  সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৮৫  লক্ষ ৭৬ হাজার ৫১০ টি নমুনার কোভিড পরীক্ষা হয়েছে।  

 

 

করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা মহারাষ্ট্রে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ১৯৫। মৃতের সংখ্যাতেও ভারতে এক নম্বরে রয়েছে মারাঠা রাজ্য। ইতিমধ্যে এখানে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। এদিকে রাজধানী দিল্লিতে সুস্থতার হার ৯০ শতাংশ ছাড়িয়েছে। তামিলনাড়ুতে সুস্থতার হার ৮৫ শতাংশ। এদিকে এদেশে মৃতের সংখ্যা সবচেয়ে কম অসমে। এখানে মৃতের হার ০.২৭ শতাংশ। এরপরেই রয়েছে কেরল। এখানে মৃতের হার ০.৩৯ শতাংশ।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র