হাসিনাকে ভারতের মাটি থেকে ইউনুস বিরোধিতা করতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশ বৈঠক নিয়ে বললেন বিদেশসচিব

Published : Dec 12, 2024, 05:02 PM IST
Vikram Misri expresses concern over minorities after India Bangladesh foreign secretary level meeting bsm

সংক্ষিপ্ত

সূত্রের খবর ঢাকা সফর সেরে গত বুধবার দেশে ফিরেছেন বিক্রম মিস্রী। এদিন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সামনে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্য করেন। 

বাংলাদেশের পরিস্থিতি কী? বিদেশ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সামনে ব্যাখ্যা দিলেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। একই সঙ্গে ভারতের অবস্থানও ব্যাখ্যা করেছেন তিনি। তেমনই দাবি করছে একাধিক রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ সফরে দিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী। তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। শশী থারুর নেতৃত্বাধীন বিদেশ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সামনে এদিন ভারতের অবস্থান ও বাংলাদেশের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন তিনি। তেমনই বলছে সূত্র।

সূত্রের খবর ঢাকা সফর সেরে গত বুধবার দেশে ফিরেছেন বিক্রম মিস্রী। এদিন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সামনে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্য করেন। বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায় নতুন দিল্লি। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে নয়। বিক্রম মিস্ত্রী আরও বলেছেন, তিনি বাংলাদেশে জানিয়েছেন, হাসিনা যোগাযোগের ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে একাধিক বিবৃতি দিয়েছেন। ভারত নিজেদের দেশের ঐতিহ্য বজায় রেখে হাসিনাকে এই দেশের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতে দেয়নি। তিনি আরও বলেছেন কোনও দেশের অভ্যন্তরীণ বিষয় ভারত কখনই হস্তক্ষেপ করবে না। তিনি বাংলাদেশে যে ভারতের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন তাও জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটির সামনে।

যদিও ভারতের মাটিতে থেকে শেখ হাসিনার ইউনুস বিরোধিতা বাংলাদেশ পছন্দ করছে না। সেই বিষেয় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল ও মৌলবাদী সংগঠন সরব হয়েছে। কিন্তু বিক্রম মিস্ত্রী তার যথাযথ জবাব দিয়েছেন বলেও স্ট্যান্ডিং কমিটিতে জানিয়েছেন বলে সূত্রের খবর।

সোমবার ঢাকা সফরে গিয়েছিলেন বিক্রম মিস্রী। সেই দেশে গিয়ে অন্তর্বর্তী ইউনুস সকরাকরে ভারতের অবস্থান জানানোর পাশাপাশি বাংলাদেশের নিন্দনীয় ঘটনাগুলি নিয়ে ভারতের উদ্বেগের কথাও জানিয়েছেন। দুই দেশের টানাপোড়েনের আবহাওয় বাংলাদেশের প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছিলেন বিদেশসচিব। সেই বৈঠকেরই সারমর্ম এদিন তুলে ধরেন সংসদীয় কমিটির সামনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা
আর্টিলারি বৈঠকে সেনাপ্রধান, প্রযুক্তি-চালিত যুদ্ধের প্রশিক্ষণ পর্যালোচনা