'ভারত-বাংলাদেশের কোনও পার্থক্য নেই,' সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বিতর্কিত মন্তব্য মেহবুবা মুফতির

Published : Dec 01, 2024, 10:28 PM ISTUpdated : Dec 01, 2024, 11:29 PM IST
Mehbooba Mufti, PM Modi, PM Modi meeting June 24

সংক্ষিপ্ত

বাংলাদেশে গত কয়েক মাস ধরে ক্রমাগত সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়ে চলেছে, তা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে ভয়াবহ অত্যাচার চলছে, ভারতেও সংখ্যালঘুদের উপর একইরকম অত্যাচার চালানো হচ্ছে। এমনই বিতর্কিত মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রবিবার জম্মুতে পিডিপি-র এক অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মেহবুবা বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। ভারতেও যদি সংখ্যালঘুদের উপর একইরকম অত্যাচার চালানো হয়, তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও পার্থক্য দেখতে পাচ্ছি না। আমাদের দেশ মহান। সারা বিশ্বে ধর্মনিরপেক্ষ চরিত্রের জন্য পরিচিত আমাদের দেশ।’ মেহবুবার এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। পিডিপি প্রধান ফের ১৯৪৭ সালের মতো দেশভাগের চক্রান্ত করছেন বলেও অভিযোগ উঠেছে।

মেহবুবার সমালোচনায় বিজেপি

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মেহবুবা যে বিতর্কিত মন্তব্য করেছেন, তার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতারা। পিডিপি প্রধানকে জাতীয়তা-বিরোধী আখ্যা দিয়ে জম্মু ও কাশ্মীর সরকারের কাছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিজেপি সভাপতি রবীন্দর রায়না বলেছেন, ‘বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করে মেহবুবা যে বিতর্কিত মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভুল ও নিন্দাজনক। বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সে বিষয়ে সারা বিশ্ব অবগত। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে, মহিলাদের সম্মানহানি করা হচ্ছে, নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, বাংলাদেশের জনকের মূর্তি ভাঙা হয়েছে।’

মেহবুবাকে দেশদ্রোহী আখ্যা বিজেপি-র

মেহবুবার বিতর্কিত মন্তব্যের নিন্দা করে রবীন্দর আরও বলেছেন, ‘মেহবুবার জাতীয়তা-বিরোধী মন্তব্য এবং তাঁর চক্রান্তের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা উচিত জম্মু ও কাশ্মীর সরকারের। মেহবুবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিন্ময়কৃষ্ণ দাস কবে মুক্তি পাবেন? মঙ্গলবার বাংলাদেশের আদালেতের শুনানির দিকে তাকিয়ে হিন্দু সনাতনীর

ভারতের সঙ্গে যোগসাজশের অভিযোগ! বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহার উপর হামলা

PREV
click me!

Recommended Stories

Bhairav ​​Battalion: রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে ভৈরব ব্যাটালিয়ন
News Round Up: SIR নিয়ে অমর্ত্য সেনের মন্তব্য থেকে শুরু করে মহিলা ফুটবল প্রতিযোগিতা, সারাদিনের খবর এক ক্লিকে