Madhabi Buch: হিন্ডেনবার্গ রিপোর্টে বড় স্বস্তি প্রাক্তন সেবি প্রধানের, মাধবীকে ক্লিনচিট লোকপালের

Published : May 29, 2025, 07:28 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Madhabi Buch News: হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট নিয়ে বড় স্বস্তিতে প্রাক্তন সেবি কর্তা মাধবী বুচ। তাঁকে ক্লিনচিট দিলো লোকপাল। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Madhabi Buch News: শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রাক্তন চেয়ারপার্সনের জন্য বড় স্বস্তির খবর। মাধবী বুচকে ক্লিনচিট দিল লোকপাল। যারফলে হিন্ডেনবার্গ রিসার্চ নিয়ে যেসব অভিযোগ উঠেছিল মাধবীর বিরুদ্ধে (Madhabi Buch News) তার কোনও আইনত ভিত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিলো লোকপাল। ফলে হিন্ডেনবার্গ রিসার্চ মামলায় বড় স্বস্তি প্রাক্তন সেবি কর্তা মাধবী বুচের।

সূত্রের খবর, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র প্রাক্তন চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছিল তা একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন লোকপাল। এবং এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে লোকপালের চেয়ারপার্সন এএম খানউইলকরের নেতৃত্বে মোট ছয় সদস্যের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে জানানো হয় যে, প্রাক্তন চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির এমন কোনও প্রমাণ নেই। ফলে হিন্ডেনবার্গ রিসার্চের তথ্য তার বিরুদ্ধে মামলার প্রমাণ হতে পারে না বলেও জানিয়ে দিয়েছে লোকপালের ছয় সদস্যের বেঞ্চ।

জানা গিয়েছে, প্রাক্তন সেবি চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে ওঠা সমস্তরকমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। যদিও মাধবী বুচ ও তার স্বামি ধবল বুচের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা আদানির সংস্থাতে বিপুল পরিমাণ লগ্নি করেছেন। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে এমনই তথ্য উঠে আসে। অভিযোগ, সেবির চেয়ারপার্সন পদে থাকা সত্ত্বেও মাধবী বুচ আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন। গৌতম আদানির ভাইও সেখানে লগ্নি করেছিলেন বলে উঠে আসে রিপোর্টে।

এদিকে প্রাক্তন সেবি কর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ জানানো হয়। মাধবীর বিরুদ্ধে তদন্তে গঠন করা হয় ছয় সদস্যের বেঞ্চ। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ইডি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানোর দাবি ওঠে। সেই মামলায় এদিন তাঁকে ক্লিনচিট দিলো লোকপাল। ফলে বড় স্বস্তিতে বুচ দস্পতি।

 

অন্যদিকে, বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল বুধবার সৌদি আরবের রাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাথে সাক্ষাৎ করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরে। সাক্ষাতের সময়, ভারতীয় প্রতিনিধিদল সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানের প্রশংসা করে।

"@PandaJay এর নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল রাষ্ট্রমন্ত্রী @KSAmofaEN আদেল আল-জুবায়েরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদল সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদির অবস্থানের প্রশংসা করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান, শূন্য সহনশীলতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন ধারার কৌশল তুলে ধরে," সৌদি আরবে ভারতীয় দূতাবাস এক্স-এ পোস্ট করেছে।

সর্বদলীয় প্রতিনিধিদলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, ফাংনন কোন্যাক, রেখা শর্মা, সতনাম সিং সান্ধু, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এবং প্রাক্তন কূটনীতিক হর্ষ শ্রিংলা রয়েছেন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট