School Holidays: সোমবার থেকে টানা আট দিন ছুটি সমস্ত স্কুলে, ভারী বৃষ্টির কারণেই কি এই সিদ্ধান্ত সরকারের?

Published : Jul 15, 2025, 12:02 PM IST

উত্তরপ্রদেশের মিরাটের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আগামী ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা আট দিন বন্ধ থাকবে। কানওয়ার যাত্রা ২০২৫ উপলক্ষে এবং তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধির জন্য প্রশাসনিক সুবিধার্থে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

PREV
110

ফের ছুটি শুরু হচ্ছে রাজ্য়ের স্কুলগুলোতে। এবার টানা আট দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো।

210

আগামী কাল সোমবার অর্থাৎ ১৬ জুলাই থেকে শুরু হবে ছুটি। ছুটি চলবে ২৩ জুলাই পর্যন্ত।

310

২৪ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে স্কুল। জারি হয়েছে এমনই বিজ্ঞপ্তি। সদ্য সরকারের পক্ষ থেকে স্কুল স্কুলে এমন নির্দেশিকা দেওয়া হয়েছে।

410

এই প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ডঃ ভি. কে সিং ঘোষণা করেছেন, সরকারি, বেসরকারি, ইউপি পোর্ড, সিবিএসই এবং আইসিএসই প্রতিষ্ঠান সহ সকল স্কুলগুলো আট দিন ধরে বন্ধ থাকবে।

510

২৪ জুলাই ফের খোলা হবে স্কুলগুলো। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে আদেশ লঙ্ঘন করে খোলা থাকা যে কোনও স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

610

স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকার। সেখানের মিরাট জেলায় সমস্ত স্কুল বন্ধ থাকবে। সেখানের সরকারি, বেসরকারি, ইউপি পোর্ড, সিবিএসই এবং আইসিএসই প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

710

উত্তরপ্রদেশের মিরাটে শুরু হতে চলেছে কানওয়ার যাত্রা ২০২৫। এই ব্যবস্থা প্রশাসনিক প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছে সরকার।

810

সেখানে এই সম তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধি হয়। যাত্রা পথ ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মিরাট প্রশাসন ছুটি ঘোষণা করেছে।

910

উত্তরপ্রদেশের মিরাটে ধর্মীয় অনুষ্ঠানের কারণে বন্ধ থাকতে চলেছে স্কুলগুলো। টানা আট দিন বন্ধ থাকবে স্কুল।

1010

সব মিলিয়ে আগামী কাল সোমবার অর্থাৎ ১৬ জুলাই থেকে শুরু হবে ছুটি। ছুটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। ২৪ জুলাই থেকে ফের খুলবে স্কুলগুলো। শুরু হবে পঠন-পাঠন।

Read more Photos on
click me!

Recommended Stories