২০২১ সালের ১ জানুয়ারি থেকে দুইয়ের বেশি সন্তান হলে আর সরকারি চাকরির আবেদন করা যাবে না। সোমবার রাতে এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে অসমের মন্ত্রীসভা। ওই বৈঠকে একই সঙ্গে ভূমিহীন কৃষকদের জন্য এক নতুন জমি নীতি গ্রহন করা হয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বরেই অসম বিধানসভায় 'জনসংখ্যা এবং নারীর ক্ষমতায়ন নীতি' বিল পাস করা হয়েছিল। সেখানেই বলা হয়েছিল সরকারি চাকরি প্রার্থীদের দুইয়ের বেশি সন্তান থাকা চলবে না। যারা বর্তমান সরকারি চাকুরে, তাদেরও সন্তান সংখ্যা দুইয়ের মধ্যেই ধরে রাখতে হবে বলে নির্দেশ রয়েছে ওই বিলে। এইবার সেই বিল কার্যকর করতে চলেছে অসম রাজ্য সরকার।
একই সঙ্গে ভূমিহীন কৃষকদের তিন বিঘা করে জমি চাষের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বানন্দ সোনোয়াল সরকার। সেই সঙ্গে আরও আধ বিঘা জমি দেওয়া হবে বসতবাড়ি বানানোর জন্য। ১৫ বছরের মধ্যে এই জমি বেচা যাবে না। একই সঙ্গে মন্ত্রীসভার বৈঠকে রাজ্যে বাসভাড়া ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।