বিখ্যাত ইউটিউবার থেকে ছাত্র- ৩ দিনেই গোয়েন্দাদের জালে ১১ পাকিস্তানি গুপ্তচর, রইল তালিকা

Published : May 20, 2025, 09:40 AM ISTUpdated : May 20, 2025, 09:41 AM IST
YouTuber Jyoti Malhotra

সংক্ষিপ্ত

Pakistan Spies: পহেলগাঁও হামলার পর ১১ পাকিস্তানি গুপ্তচর গ্রেফতার। গ্রেফতারদের মধ্যে বিখ্যাত ইউটিউবার, অ্যাপ ডেভেলপার, নিরাপত্তারক্ষী ও একজন ছাত্র।

Pakistan Spies: পহেলগাঁওয়ের বৈসরণে সন্ত্রাসী হামলার গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশব্যাপী অভিযান চলছে। এই ঘটনায় আপাতত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারা একাধিক রাজ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে। এই তালিকায় আছে বিখ্যাত ব্লগার, অ্যাপ ডেভেলপার, নিরপত্তারক্ষী ও একজন ছাত্র। জেনে নিন বিস্তারিত।

জ্যোতি মালহোত্রা

একজনট্রাভের ব্লগার হল জ্যোতি মালহোত্রা। তিনি একজন ইউটিউবার। ট্রাভেস উইথ জেও নামে তার একটি চ্যানেস আছে। ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানি এজেন্টদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ইউটিউবের তাঁর ৩.৮৫ লক্ষ সাবস্ক্রাইবার। ২২ এপ্রিল তিনি পেহেলগাঁও-তে সন্ত্রাসী হামলার আগে তিনবার পাকিস্তান ভ্রমণ করেছিলেন। ২০২৩, ২০২৪ এবং ২০২৫-র মার্চে ভ্রমণ করেছিলেন। পাকিস্তানের একজন কর্মী, এমসাহ উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার যোগাযোগ ছিল।

গাজালা এবং ইয়ামিন মোহম্মদ

৩২ বছর বসয়ী বিধবা মহিলা গাজালা এবং পঞ্জাবের মালেরকোটলার ইয়ামিন মোহম্মদকেও টাকার বিনিয়মেন পাকিস্তানি এজেন্টদের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা পাকিস্তানি হাইকমিশনের প্রাক্তন কর্মী দানিশের সঙ্গে আর্থিক লেনদেন এবং ভিসা সম্পর্কিত কাজে জড়িত ছিলেন।

দেবেন্দ্র সিংহ

পঞ্জাবের পাতিয়ালার খালসা কলেজের ২৫ বছর বয়সী রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র দেবেন্দ্র সিংহ। সে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করে থাকত হলে অভিযোগ। দেবেন্দ্র সিংহ গ্রেফতারের সময় ফেসবুকে পিস্তল এবং বন্দুকের ছবি আপলোড করেছিলেন।

আরমান

জ্যোতি মালহোত্রার সঙ্গে নুহের ২৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তার নাম আরমান। পুলিশ তার ফোন থেকে পাকিস্তানি নম্বর পেয়েছে। তাদের সঙ্গে কথোপকথন, ছবি এবং ভিডিও উদ্ধার হয়েছে।

তারিফ

নুহ থেকে তারিফকে গ্রেফতার করে পুলিশ। তিনি প্রায়শই পাকিস্তান যেতেন। এমনকী, পাকিস্তানের ২ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল। সে প্রায়শই তাদের বিভিন্ন তথ্য পাঠাত।

নাউমান ইলাহি

২৪ বছরের এই যুবকের বিরুদ্ধে আইএসআই-র সঙ্গে যোগাযোগের অভিযোগ আছে। সে কারখানায়া নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। উত্তরপ্রদেশের বাসীন্দা সে।

মোহম্মাদ মুর্তজা আলি

আইএসআই-র সঙ্গে যোগাযোগের অভিযোগ আছে মোহম্মাদ মুর্তজা আলির বিরুদ্ধে। পঞ্জাবের জলন্ধর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিজের তৈরি অ্যাপের মাধ্যমে এই কাজ করত বলে খবর। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ড উদ্ধার হয়েছে।

শেহজাদ

আইএসআই-র সঙ্গে যোগাযোগের অভিযোগ আছে শেহজাদের। সে রামপুর জেলার বাসিন্দা। একাধিকবার পাকিস্তানে গিয়েছে সে। মশলা, প্রসাধনী, অন্যান্য পণ্যের অবৈধ ব্যবসা করে সে। সে শুধু তথ্য পাচার করত তাই নয়, সঙ্গে আইএসআইয়ের জন্য অভিযান পরিচালনারও অভিযোগ আছে।

সুখপ্রীত সিং

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কাছে সংবেদনশীল তথ্য় ফাঁস করার অভিযোগে সুখপ্রীত সিং-সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।

করণবীর সিংহ

এই অভিযাগে আটক করা হয়েছে করণবীর সিংহ-কে। গুরুদাসপুরে ধরা পড়েছে ২ জন। তাদের মধ্যে একজন করণবীর সিংহ। অভিযুক্তরা ১৫-২০ দিন ধরে তথ্য ভাগাভাগি করছিল এবং মাদক পাচারের সঙ্গেও জড়িত এরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!