গণেশ চতুর্থী ও মহরমের মিছিল, প্রকাশ্য রাস্তায় মুখোমুখি, তারপরের ছবিটা হল ভাইরাল

  • রাস্তার একদিক থেকে আসছিল গণেশ চতুর্থীর মিছিল
  • আরেক দিন থেকে মহরমের তাজিয়া মিছিল
  • মুখোমুখি হতেই একে অপরের সঙ্গে হাত মেলালেন দুই সম্প্রদায়ের মানুষ
  • এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল

 

amartya lahiri | Published : Sep 12, 2019 11:42 AM IST / Updated: Sep 12 2019, 05:15 PM IST

রাস্তার একদিক থেকে আসছে গণেশ চতুর্থীর মিছিল। আরেক দিন থেকে মহরমের তাজিয়া। থমথমে হয়ে রয়েছে পরিবেশ। যে কোনও মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। চাপে পুলিশ প্রশাসন। কিন্তু আশঙ্কা মতো হিংসার কোনও ঘটনাই ঘটল না। পুলিশ রাস্তার একদিক দিয়ে নিয়ে যাচ্ছিল গনেশ চতুর্থীর মিছিলকে, আরেক দিক দিয়ে মহরমের তাজিয়া। মাঝখানে ছিল ঝোপঝাড়ের বেড়া। তা টপকেই দুই সম্প্রদায়ের মানুষকে দেখা গেল হাত মেলাতে।

সাম্প্রতিককালে দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বাড়ছে। ধর্ম, জাত, ভাষার ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ বাড়ছে। হারিয়ে যাচ্ছে ভারতের সহিষ্ণু, ধর্মনিরপেক্ষ পরিচয়। কিন্তু কিছু কিছু ঘটনা এখনও ভারতের আসল মনন, আসল রূপটা ফুটিয়ে তোলে। এও এমনই এক ঘটনা।  

জানা গিয়েছে ছবিটি গুজরাতের একটি ছোট শহর সিলভাসার। সেই গুজরাত, ২০০৩ সালে ভারতের অন্যতম বীভৎস দাঙ্গার স্মৃতি বিজড়িত গুজরাত। আর সেখানেই তৈরি হল সম্প্রীতির এই অপূর্ব ছবি। আর এই ছবি ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের মনও।

 

Share this article
click me!