
IAF Highway Exercise : উত্তর প্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো রাতের ফ্লাই-পাস্ট এবং অবতরণ মহড়া চালাল ভারতীয় বায়ুসেনা। এই এক্সপ্রেসওয়ে দেশের প্রথম সড়ক যেখানে আইএএফ-এর যুদ্ধবিমান ও পরিবহন বিমান রাতেও অবতরণ করতে পারবে।
IAF Highway Exercise : উত্তর প্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো রাতের ফ্লাই-পাস্ট এবং অবতরণ মহড়া চালাল ভারতীয় বায়ুসেনা। এই এক্সপ্রেসওয়ে দেশের প্রথম সড়ক যেখানে আইএএফ-এর যুদ্ধবিমান ও পরিবহন বিমান রাতেও অবতরণ করতে পারবে। এই ব্যতিক্রমী মহড়ায় অংশ নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ-২০০০, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআই-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান, সি-১৩০জে এবং এএন-৩২ পরিবহন বিমান, ও এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার।