জার্মানির ডিজিটাল ও পরিবহন মন্ত্রী ভলকার ইউসিং ভারতের লেনদেনের জন্য ডিজিটাল সিস্টেম UPI এর ব্যবহার পরখ করে দেখছেন। যা দেখে তিনি মুগ্ধ হয়েছেন ।
ভারতের ইউপিআই সিস্টেম চেক করে মুগ্ধ জার্মানির মন্ত্রী। রবিবার জার্মান দূতাবাস থেকে কতগুলি ছবি আর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জার্মানির ডিজিটাল ও পরিবহন মন্ত্রী ভলকার ইউসিং ভারতের লেনদেনের জন্য ডিজিটাল সিস্টেম UPI এর ব্যবহার পরখ করে দেখছেন। যা দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে জার্মানির ভারতীয় দূতাবাস।