Solar Panel: ৩ কিলোওয়াট সোলার প্যানেল লাগালে মিলবে ১০০ শতাংশ ভর্তুকি, বিরাট সুযোগ দিচ্ছে জিও

Published : Jul 16, 2025, 11:12 AM IST

জিও ৩ কিলোওয়াট সোলার সিস্টেম বাড়িতে লাগালে বিদ্যুৎ বিলের খরচ কমবে। এই সিস্টেমে ৩০০-৪৫০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা পাখা, লাইট, টিভি, ফ্রিজ, এসি চালানোর জন্য যথেষ্ট। সরকারি ভর্তুকিতে খরচ আরও কম।

PREV
110

আজকের দিনে বিদ্যুতের বিল ক্রমে বেড়ে চলেছে। প্রতি মাসেই বাজেটের বাইরে খবর হচ্ছে। মোটা টাকা দিতে হচ্ছে।

210

এবার আপনার খরচ কমাতে উদ্যোগী হল জিও। জিও-র ৩ কিলোওয়াট সোলার সিস্টেম আপনার জন্য নিয়ে এল বিশেষ সুবিধা। বাঁচাবে আপনার খরচ।

310

৩ কিলোওয়াট সোলার সিস্টেম প্রতি মাসে প্রায় ৩০০ থেকে ৪৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারবে। এতে আপনার বাড়িতে পাখা, আলো, টিভি, ফ্রিজ এমনকী দেড় টন এসিও চলতে পারে।

410

এই ৩ কিলোওয়াট সোলার সিস্টেম থেকে আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় সরঞ্জান যেমন সাবমার্সিবল পাম্প, পাখা, এলইডি লাইট, বাকি সরঞ্জাম তলতে পারে।

510

এখন প্রশ্ন হল বাড়িতে সোলার সিস্টেম লাগাতে খরচ কত পড়ে? বিভিন্ন প্রকারের প্যানেল পাওয়া যায়। ভর্তুকি শুধুমাত্র বিএফডি প্যানেলেই পাওয়া যাবে।

610

বাইফেসিয়াল ডিএফডি প্যানেলের দাম বর্তমানে প্রতি ওয়াট ২৮ থেকে ৩৫ টাকার মধ্যে।

710

জিও-র ৩ কিলোওয়াট সোলার সিস্টেম প্রায় ৫৯০ ওয়াটের ৬টি প্যানেল লাগবে। প্রতি তিন কিলোওয়াটের সোলার ইনভার্টারের দাম ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে।

810

এরই সঙ্গে প্রয়োজন মাউন্টিং স্ট্রাকচার, আর্থিং কিট, ওয়্যারিং, কানেক্টরের মতো অন্যান্য সরঞ্জামের খরচ হয় ১৫ হাজার থেকে ২০ হাজারের মধ্যে।

910

সব মিলিয়ে খরচ পড়তে পারে ১.৬৫ লক্ষ টাকা। এবার সরকারের স্কিমের আওতায় এই সম্পূর্ণ খরচের ওপর পাবেন ১০০ শতাংশ ভর্তুকি। যার ফলে এই খরচ পরে আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে।

1010

তাই আর দেরি না করে এই ৩ কিলোওয়াট সোলার সিস্টেম বাড়িতে লাগান। এতে হাজার হাজার টাকা সাশ্রয় হবে আপনার।

Read more Photos on
click me!

Recommended Stories