01:15 PM (IST) Jul 05
৪৫ টাকা পর্যন্ত গৃহঋণে ৩ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়।
01:13 PM (IST) Jul 05
শুল্কের হার ১০ শতাংশ থেকে বেড়ে ১২ শতাংশ করা হল, ঘোষণা বাজেটে।
01:10 PM (IST) Jul 05
প্যান কার্ড না থাকলে আধার কার্ডের নম্বর দিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, ঘোষণা বাাজেটে।
01:08 PM (IST) Jul 05
কর্পোরেট ক্ষেত্রে ৪০০ কোটি টাকার টার্ন ওভারে ২৫ শতাংশ কর ছাড়, আগে এটা ছিল ২৫০ কোটি টাকা।
01:07 PM (IST) Jul 05
প্রত্যক্ষ কর আদায় ২ গুণ বৃদ্ধি পেয়েছে বলে ঘোষণা বাজেটে।
01:06 PM (IST) Jul 05
২০১৮-১৯ সালে কর আদায়-এর পরিমাণ বেড়েছে, ১১.৩৭ লক্ষ টাকা বেশি কর আদায় হয়েছে।
01:05 PM (IST) Jul 05
ইলেক্ট্রিক গাড়ি ক্রয়ে ইএমআই-এ অন্তত ১০ লক্ষ টাকা কর ছাড়ের ঘোষণা বাজেটে।
01:03 PM (IST) Jul 05
করের হার অপরিবর্তিত থাকছে, আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নয়, সব মিলিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়।
12:33 PM (IST) Jul 05
সোশ্য়াল স্টক এক্সচেঞ্জ তৈরি করার কথা ঘোষণা নির্মলা সীতারামণের।
12:31 PM (IST) Jul 05
এনবিএফসি-কে চাঙ্গা করতে ব্যবস্থা নিচ্ছে সরকার, দেওয়া হচ্ছে ইনসেনটিভ, ঘোষণা বাজেটে।
12:28 PM (IST) Jul 05
পাসপোর্ট দেখালেই ১৮০ দিনের বদলে তৎক্ষণাত আধার কার্ড এনআরআই-দের।
12:25 PM (IST) Jul 05
12:24 PM (IST) Jul 05
12:20 PM (IST) Jul 05
12:19 PM (IST) Jul 05
12:19 PM (IST) Jul 05
12:17 PM (IST) Jul 05
পড়ল শেয়ারবাজারের সূচক. ১১৮.৯৯ পয়েন্ট পড়েছে।
12:16 PM (IST) Jul 05
২০১৯-এর মধ্যে ডিফেকশন ফ্রি স্টেট হিসাবে ভারতের আত্মপ্রকাশ প্রধানমন্ত্রীর স্বপ্ন। বললেন নির্মলা সীতারামণ।
12:13 PM (IST) Jul 05
নারী উন্নয়নে নয়া প্রকল্পের গঠন, বিভিন্ন ক্ষেত্র থেকে এক এক্সপার্ট কমিটি তৈরির ঘোষণা, যাদের কাজ হবে নারী উন্নয়নের কথা মাথায় রেখে প্রকল্প তৈরি করা, নারীদের উৎসাহ দিতে নানা ধরনের ব্যবস্থার প্রস্তাব।
12:11 PM (IST) Jul 05
বিদেশি ছাত্রদের আকর্ষণ করতে স্টাডি ইন্ডিয়া-র গঠন, ঘোষণা বাজেটে।
12:00 PM (IST) Jul 05
তৈরি করা হচ্ছে ইউজিসি-র ধাঁচে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, উচ্চ-শিক্ষা ও গবেষণায় নতুন দিশা দেখাবে এই সংস্থা, বললেন নির্মলা সীতারামণ।
11:58 AM (IST) Jul 05
মহাত্মা গান্ধীর জীবন নিয়ে তৈরি হবে গান্ধীপিডিয়া, ঘোষণা বাজেটে।
11:57 AM (IST) Jul 05
২০২৪-এর মধ্যেে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গিকার, বাজেটে ঘোষণা সীতারামণের।
11:56 AM (IST) Jul 05
জল সংরক্ষণে নতুন মন্ত্রক গঠন, দেশের ১৫৯২টি ব্লকের জলস্তর নামছে, এইসব স্থানে নল দিয়ে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা। প্রস্তাব বাজেটে।
11:54 AM (IST) Jul 05
মনেরেগায় জুড়ল নতুন ব্যবস্থা, যারমধ্যে উল্লেখযোগ্য বর্জ্য ব্যবস্থা।
11:53 AM (IST) Jul 05
সবার বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা-র ঘোষণা নির্মলা সীতারামণের।
11:51 AM (IST) Jul 05
চাষের খরচ কমাতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।
11:50 AM (IST) Jul 05
২০২২ সালের মধ্যে সকলের বাড়িতে বিদ্যুৎ ও গ্যাস-এর কানেকশন পুরোর করার লক্ষমাত্রা।
11:49 AM (IST) Jul 05
১ কোটি ৯০ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা, বাড়ির তৈরির অর্থ আর চেকে নয়, এখন থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাাউন্টে।
11:48 AM (IST) Jul 05
প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনা- এই প্রকল্প মৎস্যজীবীদের সুরক্ষার জন্য।
11:44 AM (IST) Jul 05
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৩০০০ রাস্তার মানোন্নয়ন করার ঘোষণা নির্মলা সীতারামণের।
11:43 AM (IST) Jul 05
মহাকাশ গবেষণায় আরও এক নতুন সংস্থার ঘোষণা, মহাকাশ গবেষণায় ভারত আরও বেশি করে নিয়োজিত হচ্ছে, ফলে এর জন্য একটি স্বশাসিত সংস্থার গঠন জরুরি হয়ে পড়েছে।
11:41 AM (IST) Jul 05
সিঙ্গল রিটেল ব্র্যান্ডেও এফডিআই-এর মাত্রা বৃদ্ধির ঘোষণা, ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ-এর সুবিধা, ঘোষণা নির্মলা সীতারামণের।
11:39 AM (IST) Jul 05
বাজেট পেশে এই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
11:38 AM (IST) Jul 05
মুদ্রা যোজনায় এবার ৩ কোটি টাকা ঋণ পাওয়ার সুযোগ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের ব্যবস্থা।
11:35 AM (IST) Jul 05
রেলের পিপিপি মডেলে প্রকল্পের সংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল এবং ১৫ লক্ষ টাকা বিনিয়োগের ঘোষণা বাজেটে।
11:32 AM (IST) Jul 05
১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ বীমা ক্ষেত্রে, ঘোষণা করলেন নির্মলা, এমনকী, মিডিয়া ক্ষেত্রেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব।
11:30 AM (IST) Jul 05
সাহেবগঞ্জ ও হলদিয়াতে রেলের নতুন ইউনিট হবে, ঘোষণা নির্মলা সীতারামণের।
11:29 AM (IST) Jul 05
মেট্রো রেলে নতুন করে ৩০০ কিমি-র সংযোগের ঘোষণা সীতারামণের।
11:28 AM (IST) Jul 05
বাজেট পেশের শুরুতেই এই ঘোষণা নির্মলা সীতারামণের, মজবুত ভারত গড়ার ডাক।