এ কী কাণ্ড! ইন্টারভিউ দিতে গিয়ে নাচতে হল তরুনীকে, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সমাজ মাধ্যম

ইন্টারভিউ দিতে গিয়ে নাচতে হল তরুণীকে! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সমাজ মাধ্যম

Anulekha Kar | Published : Jun 5, 2024 3:29 AM IST / Updated: Jun 05 2024, 09:21 AM IST

সামনে বসে একাধিক উচ্চপদস্থ কর্মী। ইন্টারভিউ দিতে এসে সকলের সামনে নাচতে হল তরুণীকে! সেই ভিডিওই আবার শেয়ার হয়ে গিয়েছে ইন্টারনেটে। যার জেরে তুমুল নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। কিন্তু মাল্টিনেশন কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসে কেন নাচলেন এই তরুণী?

ইন্টারভিউ দিতে গেলে একটি বায়োডাটা জমা দিতে হয়। সেই বায়োডাটা পড়াশুনার সঙ্গে সঙ্গে হবিও লিখতে হয়। সেই হবির জায়গাতেই নাচ করতে ভালোবাসেন তরুণী বলে লেখা ছিল। আর তাতেই হল বিপত্তি সবার সামনে নাচতে হল তরুণীকে!  পাশে বসে ছিলেন একাধিক উচ্চপদস্থ কর্মী। অন্যদিকে চলছে অলাইন কলও তারমধ্যেই দিব্যি নাচছেন তরুণী। তাঁর নাচ দেখে অবশ্য মুগ্ধ হয়েছেন সকলেই, তা ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে। মেয়েটির নাচ শেষ হতেই হাত তালির বন্যা বয়ে গিয়েছে। 

এই ভিডিও দেখে মেয়েটির সাহসে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অন্যদিকে ইন্টারভিউয়ারদের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কীভাবে মেয়েটিকে এভাবে নাচতে বলা হয় তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। কেউ নাচতে বা গাইতেন ভালোবাসেন বলে চাকরির ইন্টারভিউ দিতে এসে তা দেখাতে হবে এই দেখে বেজায় চটে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। সমালোচনা করেছেন উচ্চপদস্থ কর্মীদের। 

এক ফোটাও দুশ্চিন্তার ছাপ দেখা যায়নি মেয়েটির মুখে। বরং বেশ আনন্দের সঙ্গেই  ও রঙ্গরেজ গানে তালে নাচ করেছেন তরুণী। এই আজব ভিডিও মহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

 

 

 

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Daily Horoscope Live: ১৫ জুন শনিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Acropolis Mall Fire | অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ
Suvendu Adhikari | ঘরছাড়া বিজেপি প্রার্থীদের নিয়ে রাজভবনের পথে শুভেন্দু, গাড়ি আটকাল পুলিশ
Suvendu Adhikari Live: কুচবিহার ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসর
Suvendu Adhikari Live: কুচবিহার ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসর