ঘরেই শুরু প্লাস্টিক বিরোধী অভিযান, পাল্টে গেল বিজেপির সদর দফতরের অভ্যাস

  • প্লাস্টিক বিরোধী গণ-আন্দোলনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী
  • গান্ধীর জন্মদিন থেকেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের বন্ধের ডাক দিয়েছেন
  • বিজেপির সদর দফতরে প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করে দেওয়া হল
  • জল দেওয়া হল কাঁচের জারে

 

কথায় বলে যে কোনও ভালো কাজ ঘরেই প্রথমে শুরু করা উচিত। সেটাই করে দেখাল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর গান্ধীর জন্মদিন থেকে ভারতে প্লাস্টিক বিরোধী গণ-আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু তার দুদিন আগে রবিবারই বিজেপির সদর দফতরে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে শুরু করে দেওয়া হল সেই আন্দোলন।

এতদিন কেন্দ্রীয় নির্বাচন কমিটি বা অন্যান্য বৈঠকে বিজেপির সদর দফতরে প্লাস্টিকের বোতলেই জল দেওয়া হত। এদিন কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহদের জল দেওয়া হল কাঁচের জগে। তার পাশে রাখা ছিল কাঁচের গ্লাস।

Latest Videos

বিজেপির সদর দপ্তরে গত জুন মাসের এক বৈঠকেও প্লাস্টিকের বোতলই দেখা গিয়েছিল

এই বছর স্বাধীনতা দিবসের দিন প্রথম প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর কাছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদন করেন। তারপর 'মন কি বাত'-এর ৫৭তম এপিসোডে বলেছিলেন মহাত্মা গান্ধীর জন্মদিন থেকেই এই বিষয়টিকে ভারতে গণ আন্দোলন করে তুলতে হবে, যেভাবে ২০১৪ সালে গণ আন্দোলন করে তোলা হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান-কে।

রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনেও প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ১৩০ কোটি ভারতবাসী দেশকে প্লাস্টিক মুক্ত করার শপথ নিয়েছে। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস-ও ভারতের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

Share this article
click me!

Latest Videos

বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech