ক্লাসরুমে উড়ছে বিয়ার! অধ্যাপিকার উপস্থিতিতে কলেজে এই কাণ্ড! ভাইরাল ভিডিও

Published : Feb 13, 2025, 10:07 PM ISTUpdated : Feb 13, 2025, 10:24 PM IST
Classroom

সংক্ষিপ্ত

কিছুদিন আগে নদিয়ার হরিণঘাটায় কলেজে ক্লাসরুমে বিয়ের আসর ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এবার অন্য এক কলেজে নতুন বিতর্ক তৈরি হল।

কলেজের ক্লাসরুমে ডেস্কের উপর সাজানো কেক-সহ নানা উপকরণ। কেক কাটার পরেই খোলা হল বিয়ারের বোতল। শ্যাম্পেনের মতো ছিটিয়ে দেওয়া হল বিয়ার। যাঁর জন্মদিন তাঁর একপাশে পুরুষ সহপাঠীরা, অন্যদিকে মহিলা সহপাঠীদের সঙ্গে শিক্ষিকা। তিনি এগিয়ে যেতে তাঁর গায়েও এসে পড়ল বিয়ার। এভাবেই উল্লাসের মধ্যে দিয়ে কলেজের ক্লাসরুমে পালন করা হল এক পড়ুয়ার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এই ঘটনা মধ্যপ্রদেশের মৌগঞ্জ অঞ্চলের গভর্নমেন্ট হনুমান কলেজের। শিক্ষিকার উপস্থিতিতে কীভাবে কলেজে ক্লাসরুমে মদের ফোয়ারা ছুটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এই ঘটনার নিন্দা করছেন।

কলেজে জন্মদিন পালনের তদন্ত শুরু

মধ্যপ্রদেশের কলেজের এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই গভর্নমেন্ট হনুমান কলেজের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেক কলেজেই ইউনিয়ন রুমে বা অন্যত্র পড়ুয়াদের বিরুদ্ধে নেশা করার অভিযোগ ওঠে। বিশেষ করে কোনও অনুষ্ঠানে অনেক পড়ুয়াই নেশা করে বলে অভিযোগ। কিন্তু এক পড়ুয়ার জন্মদিনে কীভাবে ক্লাসরুমে শিক্ষিকার উপস্থিতিতে বিয়ারের বোতল খোলা হল, তা নিয়ে প্রশ্ন উঠবেই। কলেজের ক্লাসরুমে অবাধে নেশা করার ছাড়পত্র পেলে সব পড়ুয়াই এর সুযোগ নিতে পারে। শিক্ষিকার সামনেই যেভাবে বিয়ারের ফেনা ওড়ানো হল, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে, শিক্ষিকার প্রতি পড়ুয়াদের শ্রদ্ধা ও সম্মান নেই। এই মূল্যবোধের অভাব নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন।

 

 

হরিণঘাটার কলেজেও বিতর্ক

কিছুদিন আগেই নদিয়া জেলার হরিণঘাটায় ম্যাকাউট-এর ক্যাম্পাসে ক্লাসরুমেই বিয়ের আসর বসেছিল। অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধানকে সিঁদুর পরিয়ে দেয় এক ছাত্র। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট অধ্যাপিকা পদত্যাগ করতে বাধ্য হন। এবার দেশের অন্য প্রান্তে এক সরকারি কলেজে বিতর্কিত ঘটনা দেখা গেল। এই দুই ঘটনায় পড়ুয়াদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় নিয়ে আলোচনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral video: কলেজ মাঠে মেয়েদের মহাযুদ্ধ, চুলের মুঠি ধরে মারামারি দেখুন ভিডিওতে

রুবিনা ট্যান্ডন কেন কলেজ থেকে বহিষ্কার হয়েছিলেন? পরীক্ষাও দিতে পারেননি

ফের খবরে মেডিক্যাল কলেজ! চিকিৎসককে মারধর-জিনিস ভাঙচুর! গোটা দেশ জুড়ে কর্মবিরতিতে ডাক্তাররা

PREV
click me!

Recommended Stories

Gujarat Shocker: নিজের মেয়েকে ধর্ষণ বাবার, কাঁদতে কাঁদতে পুলিশকে জানাল ১৯ বছরের তরুণী
News Round Up: মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রীর শপথ থেকে উত্তরবঙ্গে তিনটি নতুন রেল লাইনের অনুমোদন, রইল সারাদিনের খবর