জল অপচয় রোধ করতে এবার রাজ্যস্তরে প্রতিযোগীতার পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার

  • চেন্নাইয়ের প্রবল জলসঙ্কট বুঝিয়ে দিয়েছে, এক বিন্দু জলের কতখানি অমূল্য
  • জল অপচয় রোধ করতে তাি নতুন কর্মসূচী নিতে চলেছে কেন্দ্র
  • জল অপচয় রোধ করতে এবার রাজ্যস্তরে প্রতিযোগীতার পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার
     
Indrani Mukherjee | Published : Jul 23, 2019 4:05 PM

চেন্নাইয়ের প্রবল জলসঙ্কট বুঝিয়ে দিয়েছে, এক বিন্দু জলের কতখানি অমূল্য। টাকার বিনিময়ে জল না পেয়েও মানুষ বুঝে গিয়েছিল জীবনে জলের প্রয়োজন ঠিক কতখানি।আর এবার সেই জল অপচয় রোধ করতে রাজ্যস্তরে প্রতিযোগীতার আয়োজন করার পরিকল্পনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

আজ সকালে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, জলসংরক্ষণের বিষয়টিকে উৎসাহ দিতে রাজ্যস্তরে প্রতিযোগীতার আয়োজন করার পরিকল্পনা করছে কেন্দ্র। তিনি জানান, জলসংরক্ষণের বিষয়ে যে রাজ্য যত বেশি অগ্রণী ভুমিকা নেবে সেই রাজ্য তত বেশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক অনুদান লাভ করবে। আজ সংসদে বিজেপির সংসদীয় দলের বৈঠকে এই বিষয়েই পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।

Latest Videos

সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, রাজ্যগুলির মধ্যে একটি সুষ্ঠু প্রতিযোগীতার আয়োজন করা হবে এবং জলসংরক্ষণ বিষয়ে যে রাজ্যের কাজ ভাল হবে সেই রাজ্য সেই অনুপাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক অনুদান লাভ করবে। 

প্রহ্লাদ যোশী আরও জানিয়েছেন শুধু রাজ্যস্তরেই নয়, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রতিযোগীতা ব্লক স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যাতে এটা নিশ্চিত করা যায় যে প্রতি বিন্দু জলের যতে সঠিক ব্যবহার করা হয়। পাশাপাশি প্রত্যেকটি ঘরে ঘরে যেন পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টিই সুনিশ্চিত করেছে সরকার। 

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!