৩০ নভেম্বরের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার শেষ তারিখ। এর মধ্যে রয়েছে পেনশনভোগীদের লাইভ সার্টিফিকেট জমা, PNB গ্রাহকদের ই-কেওয়াইসি এবং সরকারি কর্মচারীদের জন্য UPS-এ যোগদান। এই কাজগুলি না করলে পেনশন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
নভেম্বর প্রায় শেষ বললেই চলে। আর হাতে একটা দিন। এই এক দিনের মধ্যে দ্রুত সম্পন্ন করতে হবে এই কাজ। তা না হলে বন্ধ হয়ে যাবে পেনশন। এরই সঙ্গে এই একটা ভুলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। এদিকে ৩০ নভেম্বর পড়েছে রবিবার। ফলে আজ ২৯ নভেম্বরের মধ্যেই করে নিন এই কয়টি কাজ।
25
কেন্দ্রীয় সরকার কর্মচারীদের UPS-র যোগদানের সময়সীমা হিসেবে শেষ দিন হিসেবে ৩০ নভেম্বর নির্ধারণ করেছে। এটি হল নতুন পেনশন স্কিম (এনপিএস)-র থেকে আলাদা। এই স্কিমের অধীনে কর্মচারীদের তাদের মূল বেতন বা ডিএ-র ১০ শতাংশ অবদান রাখতে হবে। সরকার রাখবে ১৮.৫ শতাংশ। এটা পুরো পেনশন ব্যবস্থা থেকে আলাদা।
35
পেনশনভোগীদের লাইভ সার্টিফিকেট জমা দেওয়ারও শেষ দিন ৩০ নভেম্বর। ৮০ বছরের বেশি বয়স যাদের তাদের ক্ষেত্রে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দিন নির্ধারণ করা হয়েছে। তাই অবশ্যই লাইভ সার্টিফিকেট জমা দিন। তা না হলে বন্ধ হয়ে যেতে পারে পেনশন।
নভেম্বর মাস করদাতাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩০ নভেম্বরের মধ্যে কয়টি গুরুত্বপূর্ণ ফর্ম ও রিপোর্ট জমা দিতে হবে। টিডিএস চালান-কাম-স্টেটমেন্ট জমা দিতে হবে এই তারিখের মধ্যে। তা না হলে আপনিই পড়বেন বিপদে।
55
তেমনই PNB ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহকদের জন্যও ৩০ নভেম্বর দিনটি গুরুত্বপূর্ণ। এই দিনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। গ্রাহকরা যদি এই প্রক্রিয়াটি ব্যর্থ হন, তাহলে অ্যাকাউন্ট নন অপারেটিভ হয়ে যাবে। ফলে দেরি না করে দ্রুত এই কয়টি কাজ সম্পন্ন করুন।