লক্ষ্মীর ভান্ডার ভুলে যাবেন! ছাত্রীদের জন্য দুর্দান্ত স্কিম রাজ্য সরকারের, মিলবে ৬০ হাজার টাকা

নতুন প্রকল্পটির আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির মহিলা শিক্ষার্থীরা ২ বছরের জন্য মাসে মাসে ১০০০ টাকা করে পাবে। তবে গরমের ছুটির ২ মাস এই অনুদান দেওয়া বন্ধ থাকবে। ১১ই জুলাই প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করে দেওয়া হবে বলে জানা গেছে।

কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই চালু করেছে বিভিন্ন প্রকল্প। শিক্ষার জন্য কন্যাশ্রী, বিবাহের জন্য রূপশ্রী, ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সুকন্যা যোজনা আরো কত কি! এবার পাখির চোখ বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধ করতে, নতুন অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

নতুন প্রকল্পটির আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির মহিলা শিক্ষার্থীরা ২ বছরের জন্য মাসে মাসে ১০০০ টাকা করে পাবে। তবে গরমের ছুটির ২ মাস এই অনুদান দেওয়া বন্ধ থাকবে। ১১ই জুলাই প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করে দেওয়া হবে বলে জানা গেছে। মাসে ১০০০ টাকা করে পেলে একেক জন শিক্ষার্থী ২ বছরে ২০ হাজার টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় করতে পারবে। স্কুল পাশের পর ডিগ্রী কোর্সের ক্ষেত্রে ৪ বছরের জন্য প্রতি মাসে ১৫০০ হাজার টাকা করে পাবে ওই একই শিক্ষার্থী।

Latest Videos

এই প্রকল্প চালু করা হলে প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী প্রকল্পের আওতায় চলে আসবে বলে মনে করছে সরকার। ইতিমধ্যে অসমের মন্ত্রিপরিষদ এই প্রকল্পের জন্য সম্মতি জানিয়েছে। প্রথম বছর প্রকল্পটি চালু করার জন্য ৩০০ কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছে রাজ্য সরকার। আগামী ৫ বছরের মধ্যে এই প্রকল্পের জন্য খরচ হবে ১৫০০ কোটি টাকা।

একজন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে একবার নাম রেজিস্ট্রেশন করাতে পারলে এমএ, বিএড পড়া পর্যন্ত এই সুযোগ-সুবিধা পেতে পারেন। একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২ বছরের জন্য একজন মহিলা শিক্ষার্থী পাবেন মোট ২০ হাজার টাকা। স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে পাবেন মোট ৪৫ হাজার টাকা এবং স্নাতকোত্তর পড়াশোনার জন্য পাওয়া যাবে মোট ৬০ হাজার টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari